খাঁ খাঁ গ্রীষ্মের রৌদ্দুর
প্রখর উত্তাপে দিক বিদিক
পৃথিবীর ব্যস্ত কোলাহল ;
এখন অবসর চায় মৌমাছি
উড়তে চায় না পাখিরা ও
আগে উড়তো যদ্দুর।
ভালোবেসে কবি ও কাব্যে
প্রেমের মাদুর্য পারে না দিতে ,
কাব্যে ও অনিচ্ছাকৃতই
আলসে দুপুর আর অগ্নি রৌদ্দুর
দেয় হাতছানি ;
ক্লান্ত সময় কিংবা উত্তপ্ত সময়
পাড়ি দিয়ে শীতলতার স্পর্শে
মনোরম আবেশে হঠাৎই জড়িয়ে
সবকিছু লাগে মিছেমিছি!
কত রকমের আছে যে
এই পৃথিবীতে অনুভূতি!
অসহ্য ,অদ্ভুত,ঘৃণা,
ভালোবাসাময় আরো কত কি!
অনুভূতিগুলো অনুভবে আসে
আবেগে জড়িয়ে গেলে কবিরা তাদেরকে কাব্যের গহীনে শব্দের মাদুর্যে বন্ধী করে!
কবিরা প্রেরক ,পাঠকরা প্রাপক
কবিদের চিরায়ত স্বভাবই যে এ
অনুভূতি যাই হোক না কেন
কাব্যরচনায় কবিরা আবেগে আপ্লুত !
আহা রে আহা!
এ কি যে অসহ্য কাটছে বেলা!!
নাহার রহমান নুপুর