Logo
Logo
×

সংগঠন সংবাদ

আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ১০:২১ পিএম

আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা



বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ৩০ অক্টোবর সকালে রমনাস্থ ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট অডিটোরিয়াম হলে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী।  

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রুস্তম আলী খান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও ঢাকা মহানগর কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ছাদেকুর রহমান হিরু, সহ-সভাপতি ও ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক বেবু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী।

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ, গাবতলী বালুঘাট শাখার সভাপতি মোঃ মজিবুর রহমান, দয়াগঞ্জ শাখার সভাপতি আদম আলী, মিলব্যারাক শাখার সভাপতি শফিকুর রহমান।

 

 

হেমায়েতপুর শাখার সাবেক সভাপতি মোঃ মোশাররফ হোসেন,আরিচা শাখার সম্পাদক মোঃ আসাদ সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। সাধারণ সভায় বিগত বছরের আয় ও ব্যয়ের হিসাব পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আহম্মদ আলী। এন.এইচ/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন