শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

আমেরিকায় পালালেন মীর সোহেল

যুগের চিন্তা রিপোর্ট :

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪  

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বহুল আলোচিত সমালোচিত শামীম ওসমান ও শামীম ওসমানের সেকেন্ড ইন কমান্ড বহু অপকর্মের মূল হোতা শাহ নিজামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীকে আমেরিকায় দেখা গিয়েছে। তথ্যমতে, শামীম ওসমানের সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ফতুল্লাকে অপরাধীদের অভয়ারণ্য বলা হয়। শিল্পাঞ্চল খ্যাত এই ফতুল্লার অপরাধীদের শেল্টার দিতেন মীর সোহেল। শিল্প প্রতিষ্ঠানে চাঁদাবাজি, ঝুট সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ভূমিদস্যুতা, বিচার শালিসের নামে হয়রানি, মাদক ব্যবসায়ীদের শেল্টার,কিশোর গ্যাং বাহিনী লালন পালনসহ এমন কোন অপকর্ম নেই  যা মীর সোহেল আলী করতেন না। 

 

 

মীর সোহেল আলীর এই ভয়াবহ অপরাধ প্রবণ হওয়ার নেপথ্যে শামীম ওসমানের সেকেন্ড ইন কমান্ড শাহ নিজামকে দায়ী করা হয়। তথ্য বলছে,শাহ নিজাম ফতুল্লার বড় বড় অপরাধীদের শেল্টারদাতা ছিলেন। ফতুল্লায় যাদের অপরাধীদের গুরু হিসেবে আখ্যায়িত  করা হয় মীর সোহেল তাদের মধ্যে অন্যতম। মীর সোহেলকে সবসময় শাহ নিজামের আশেপাশে দেখা যেতো। সরকার পতনের পূর্বেও বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় আন্দোলনকারীদের উপর সরাসরি আক্রমণ করেছিলেন মীর সোহেল  তার অনুসারীরা। তবে সরকার পতনের পর গা ঢাকা দেন মীর সোহেল। দীর্ঘদিন তাকে কেউ কোথাও না দেখলেও তাকে এবার আমেরিকায় দেখা গিয়েছে।  স্থানীয়রা বলছেন , দেড় দশক ধরে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে যে অপকর্ম মীর সোহেল করেছেন সরকার পতনের পর সাধারণ মানুষ তাকে হাতের নাগালে খুঁজে পেলে  দাঁতভাঙ্গা জবাব দিতো।

এই বিভাগের আরো খবর