ঐক্যবদ্ধ হয়ে একক প্রার্থী দিবে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস
মেহেদী হাসান
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১২:৪৫ এএম
দেশের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় একসাথে কাজ করার প্রত্যয় নিয়ে মতবিনিময় সভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা। একই সাথে আগামী দিনে সকল কার্যক্রম ঐক্যবদ্ধভাবে করা বিশেষ নির্বাচনের সময়ে তারা সকল ইসলামিক ভ্রাতৃপ্রতিম দলগুলো মিলে একক প্রার্থী দেয়ার লক্ষ্যে তারা কাজ করবেন বলে প্রত্যাশা করেছেন।
গতকাল রোববার (১৮ আগস্ট) বিকেলে শহরের এক নং গেইট এলাকার ইসলামী আন্দোলনের কার্যালয়ে এ মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের জেলা সভাপতি আহমদ আলী, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, ইসলামী আন্দোলনের সহ সভাপতি মো. নুর হোসেন, সাধারণ সম্পাদক মো.সুলতান মাহমুদ, খেলাফত মজলিস মহানগর সভাপতি ডা. শামীম ভুইয়া, খেলাফত নেতা হাফেজ কবির হোসাইন ও হাফেজ খন্দকার আওলাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এসময় নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ পরস্পর মত বিনিময় করেছি। আমরা ভবিষ্যত বাংলাদেশ কেমন চাই সেই প্রত্যাশায় আমরা মতবিনিময় করেছি। বিগত দিনগুলোতে কেমন ছিলাম এখন কেমন আছি এসকল বিষয় নিয়েই আলোচনা হয়েছে। আগামী দিনে দেশকে সুখী ও সমৃদ্ধশালী করার জন্য এবং জনগণের নিরাপত্তা বিধানের জন্য কি কি করণীয় সে ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবী কোথাও যেন বৈষম্য না থাকে সে বিষয়টি খেয়াল রাখতে হবে।
পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের খোঁজ খবর নেয়া হচ্ছে না। প্রত্যেকের খোঁজ খবর যেন নেয়া হয় এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসা যেন নিশ্চিত করা হয়। নারায়ণগঞ্জ আমরা শান্তিতে রাখতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস আমরা সবসময় জনসম্পৃক্ততামূলক সকল কাজের সাথে জড়িত। বর্তমানেও আমরা বিভিন্ন নিরাপত্তার জন্য সক্রিয় রয়েছি।
বাংলাদেশকে সংস্কার করতে হলে যা যা দরকার আমরা করবো। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য এক। আগামী দিনে যে কোনো নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে একক প্রার্থী দেয়ার চেষ্টা করবো। এবিএম সিরাজুল মামুন বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা একত্রিত হয়েছি। আমরা ভ্রাতৃপ্রতিম সংগঠন। গণঅভ্যুত্থানে ছাত্র জনতার যে ঐতিহাসিক আন্দোলনকে শ্রদ্ধাভরে স্মরণ করি। তারা দেশকে মুক্ত করেছেন তাদের কাছে আমরা ঋণী।
এই অবিস্মরণীয় বিপ্লবকে সুরক্ষিত রাখার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কথিত স্বৈরাচারী শক্তি আবার উত্থানের চেষ্টা করছে। কিন্তু এটাকে ফিরতে দেয়া যাবে না। তিনি আরও বলেন, ইসলামী শক্তি যারা আছি আমরা আশা করছি আগামী নির্বাচনে সবাই যেন একসাথে থাকতে পারি। একটা আসনে যেন ইসলামপন্থীদের একটা বাক্স থাকে। মানুষের সংশোধন না হলে রাষ্ট্র সংশোধন হবে না।
ইসলামী শক্তি প্রধান অবদান হলো তারা মানুষের সংস্কার করে। কাজেই আমাদের দ্বারাই সম্ভব সুন্দর রাষ্ট্র গঠন করা। আমরা সবাই মিলে দলীয় সংকীর্ণতার উর্ধ্বে একটি সুন্দর বাংলাদেশ কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করবো। দুর্নীতি ও অনিয়ম করে কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছেন। অবিলম্বে আব্দুল আউয়াল মোল্লার পদত্যাগ দাবি করেছেন বিক্ষুদ্ধরা।