জিয়াউর রহমানের মৃত্যুবাষির্কীতে আক্তারের দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৯:৪৯ পিএম
যুগের চিন্তা রিপোর্ট: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিটি কর্পোরেশনের আওতাধীন ১৬ নং ওয়ার্ড বিএনপি নেতা আক্তার হোসেনের নিজ উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১ টায় বাবুরাইল আমবাগান এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএনপি নেতা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আনোয়ার প্রধানসহ মহানগর বিএনপির আরো নেতৃবৃন্দগণ।
এ সময়ে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এ সময়ে দোয়া মাহফিল পূর্ব বক্তব্যে অতিথিরা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এবং সেই সাথে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য মাকিদ মুস্তাকিম শিপলু, হাজী সেলিম, আরিফ শেখ, মো. রিপন, পাড়ভেজ চৌধুরী, হালিম মিয়া প্রমুখ।