ট্রাক মেরামত করতে গিয়ে চালক-হেলপার নিহত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ০৭:৩৩ পিএম
আড়াইহাজারে ট্রাকের নিচে চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এই ঘটনা ঘটে।
ভুলতা হাইওয়ে পুলিশের টিআই আশরাফ জানান, ভোরে একটি মালবোঝাই ট্রাক পুরিন্দার কাছে এসে নষ্ট হয়ে যায়। এই সময় রাস্তার পাশে ট্রাকটির নিচে জগ দিয়ে আটকিয়ে চালক ও হেলপার ট্রাকটি ঠিক করছিলেন। হঠাৎ জগটি ভেঙ্গে ট্রাক তাদের ওপরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক সরিয়ে তাদের মরদেহ বের করে। তাদের পরিচয় জানা যায়নি। মরদেহ দুটি বর্তমানে ভুলতা ফাঁড়িতে রয়েছে বলে জানান এই কর্মকর্তা। এস.এ/জেসি