Logo
Logo
×

বিজ্ঞান ও প্রযুক্তি

ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ মে ২০২০, ০৯:০৩ পিএম

ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা

সোস্যাল মিডিয়াগুলোর লাগাম টানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির জবাব দিয়েছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।


মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাতকারে ট্রাম্পের হুমকির জবাব দেন জাকারবার্গ।  তিনি বলেন, 'আমাকে বুঝতে হবে, তারা আসলে কী করতে চায়। তবে সাধারণভাবে আমি মনে করি, সরকার প্ল্যাটফর্ম সেন্সর করা বেছে নিচ্ছে। কারণ তারা সেন্সরশিপ সম্পর্কে উদ্বিগ্ন। আমার কাছে এটি সঠিক প্রতিচ্ছবি হিসেবে মনে হচ্ছে না।


এর আগে গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে এক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এর ফলে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে ফেসবুক ও  টুইটারের মতো কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া হবে। আদেশটিতে সই করার আগে ট্রাম্প ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়াগুলোকে ‘নিয়ন্ত্রণহীন শক্তি’ বলে অভিহিত করেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন