Logo
Logo
×

স্বাস্থ্য

দরিদ্রে মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন সেবা কর্মসূচি

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১০:৫২ পিএম

দরিদ্রে মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন সেবা কর্মসূচি

শতাধিক দরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষু  অপারেশন সেবাসহ চিকিৎসাসেবা দিয়েছেন লায়ন্স ক্লাব অব ভিক্টরি ঢাকাসহ আল রাফি হাসপাতাল কর্তৃপক্ষ।  গতকাল (২৮ অক্টোবর) সোমবার দিনব্যাপি এ কর্মশালায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইলে আল রাফি হাসপাতাল রোগীরা এ সেবা গ্রহণ করেন।

 

 

 

 আল রাফি হাসপাতালের চেয়ারম্যান কলামিস্ট  মীর আব্দুল আলীমের পরিচালনায় আয়োজিত কর্মসূচিতে বিনামূল্যে  রোগীদেরকে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো, চোখের ছানী পরীক্ষা, প্রয়োজনীয় অপারেশন, ঔষুধ, লায়ন্স চক্ষু হাসপাতালে যাতায়াতসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।  

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন আল রাফি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন, পরিচালক রুহুল আমিন, লায়ন সাইফুল ইসলামসহ লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ। এ সময় আয়োজকরা বলেন,  বর্তমান বাজারে সব পন্যের দাম উর্ধগতি। সাধারণ জীবন যাপনে দরিদ্ররা হিমসিম খাচ্ছে।

 

 

 

এর মাঝে যারা চোখের সমস্যায় ভুগছেন,তাদের অনেকেই টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। তাই আমরা লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরীর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি রূপগঞ্জের আল রাফি হাসপাতালের মাধ্যমে এ সেবাদান অব্যাহত রেখেছি। এতে ইতোমধ্যে শত শত রোগী বিনামূল্যে সেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন