দুদকের উপ-পরিচালক রওশনীকে বদলি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম
দুর্নীতি দমন কমিশন নারায়ণগঞ্জের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনীকে বদলি করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া সারাদেশ ১০ পরিচালক ও ৪৮ উপ-পরিচালক পদে রদবদল করা হয়েছে।
পৃথক আদেশে তাদের ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কুড়িগ্রাম, দিনাজপুর, নওগাঁ, খুলনা ও চাঁদপুরের বিভিন্ন কার্যালয়ে বদলি করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন উপ-পরিচালক মঈনুল হাসান রওশনীকে বদলি করে কুষ্টিয়া জেলার উপ-পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন। এন. হুসেইন রনী /জেসি