শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

‘না.গঞ্জের দুটি কেল্লা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হবে’

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪  


আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নারায়ণগঞ্জে দুটি কেল্লা আছে, আমরা লালবাগ কেল্লার সাথে এই দুটো কেল্লাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। যদি নিজের চোখে বর্তমান অবস্থা না দেখি তাহলে এই কেল্লাগুলো সংরক্ষণের জন্য কি কি জিনিস করা দরকার সেগুলো আমরা বুঝতে পারবো না। সেই লক্ষ্য আজ এখানে আসা।

 

 

সম্প্রতি মুন্সিগঞ্জ শহরের কোর্টগাঁও এলাকায় ইদ্রাকপুর কেল্লা (দুর্গ) পরিদর্শনে এসে আসিফ নজরুল এ কথা বলেন। পরিদর্শন শেষে গণমাধ্যমকে দেওয়া বক্তব্য তিনি আরও বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন যে সকল প্রত্নতত্ত্ব স্থাপনা এখানে রয়েছে, সেগুলো পরিদর্শন করছি। বিভিন্ন অঞ্চল থেকে যে প্রত্নতাত্ত্বিক জিনিসপত্রগুলো উদ্ধার করা হয় সেগুলো তো সব স্থানীয় পর্যায়ে রাখা সম্ভব না, কিছু কিছু জিনিসের গুরুত্ব জাতীয় পর্যায়ে রয়েছে।

 

 

তবে যে সকল প্রত্নতাত্ত্বিক জায়গা বেদখল হয়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নেব। এই যে আমরা সরজমিনে পরিদর্শন করতে আসছি, এটা সেটার একটা অংশ। পরিদর্শনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজ খানসহ মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।    এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর