Logo
Logo
×

বিশেষ সংবাদ

নেতাদের সাথে ছবি তুলে আঙ্গুল ফুলে কলাগাছ সোহেল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ জুলাই ২০২২, ১০:০৭ পিএম

নেতাদের সাথে ছবি তুলে আঙ্গুল ফুলে কলাগাছ সোহেল
Swapno


 
নারায়ণগঞ্জ শহরে বঙ্গবন্ধু সড়ক মাত্র কয়েক কিলোমিটার ফুটপাত দখলকারী বিশাল চাঁদাবাজ চক্রের হাত থেকে রক্ষা পেলোনা কালিবাজারের ফুটপাতে দোকানদাররাও চাঁদাবাজি ছাড়াও নানা অপকর্মের তো করছেই ফুটপাতে চাঁদাবাজ সোহেল বাহিনীর। নারায়ণগঞ্জ শহর আওয়ামীলীগএর বড় বড় নেতাদের সাথে সোহেল ছবি তুলে সাধারন মানুষকে ভয় দেখান আর ফুতপাট এর দোকান দার থেকে চাঁদা আদায় করেন। 


যেমন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ এর যুগ্নসাধারন সম্পাদক শাহ্ নিজাম ও মহানগর সেচ্ছাসেবক লীগ এর সাবেক সাধারন সম্পাদক মো. জুয়েল হোসেন সহ ভিবিন্ন নেতাদের সাথে ছবিই হলো মূল হাতিয়ার সোহেল এর। ফুটপাত এ দোকান থেকে চাঁদাবাজি করে সোহেল মাসদাইর বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের সামনে ৩ তলা ভবন নিমান করে ও স্কুলের সামনে আরো দুইটা বড় বড় দোকান পরিচালনা করছে এবং বন্দরে একটি জায়গা ক্রয় করেন ও নয়ামাটি এলাকায় একটি হেসিয়ারি কারখানা দিয়ছে বলে জানা যায়।  শহরের বঙ্গবন্ধু সড়কে ফুটপাত দখল করে বসেছে কয়েক হাজার অবৈধ দোকান যা পুলিশ তাদের বিরদ্ধে ব্যবস্থা নিচ্ছে শহরের বঙ্গবন্ধু সড়ক যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নারায়ণগঞ্জবাসী যাতে ফুটপাত দিয়ে চলাফেরা করতে পারে।

 

কিন্তু অপর দিকে শহরের কালি বাজার এলাকায় রাস্তা দখল করে গড়ে উঠেছে ৩'শ বেশি দোকানপাট যা শহরবাসীর গলার কাঁটা হিসেবে পরিচিত। কালিরবাজার, ফ্রেন্ডস মার্কেট, ডাকবাংলো, র‌্যাব অফিসের কার্যালয, শিল্পকলা একাডেমী, পুরান কোড সংলগ্ন অগ্রণী ব্যাংক, সহ নানা গুরত্বপূর্ণ ভবন এখানে অবস্থিত রাস্তা উপরে যেসকল দোকানপাটের জন্য সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। এসকল দোকান থেকে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে ফুটপাতে বসানো দোকান থেকে চাঁদাবাজ সোহেল ও তার বাহিনী। প্রতিদিনন একটি দোকান থেকে ৩০/১০০ টাকা পর্যন্ত নেয়া হয় দোকানের মাপ বুঝে। যা নাকি সোহেল নিজে নেয় আবার লোক দিয়েও চাঁদা উঠান। 

 

কালিবাজার এর এক দোকানদার এর সাথে কথা বলে জানাযায় সোহেল আগে এখানে ভ্যানগাড়ি করে ১৫টাকার ইয়ারফোন, ৫ টাকার কটনবার,বাচ্চাদের ছোট খেলনা এসব বিক্রি করতো কিন্তু সোহেল এখান কার ফুটপাত থেকে চাঁদা তুলে এখন কোটি টাকার মালিক হয়েছে। ফুটপাতের চাঁদাবাজির ভাগনেন নারায়ণগঞ্জ শহরের সাবেক কয়েকজন ছাত্রলীগ নেতা, আওয়ামীলীগ নেতা, সদর থানা, চাষাড়া ফাঁড়ির পুলিশ, কথিত সাংবাদিক, নাসিক কর্মচারী গোবিন্দসহ আরো অনেকে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন