Logo
Logo
×

বিনোদন

পাগল মন খ্যাত গানের গীতিকার আহমেদ কায়সার আর নেই

Icon

প্রকাশ: ০২ এপ্রিল ২০১৯, ০৬:২৬ পিএম

পাগল মন খ্যাত গানের গীতিকার আহমেদ কায়সার আর নেই

যুগের চিন্তা ২৪ : নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার পাগল মন খ্যাত গানের গীতিকার আহমেদ কায়সার (৬২) আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)।

 

মঙ্গলবার (২এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালীর চরখালির নিজ বাসভবনে নাফেরার ফেরার দেশে চলে যান এই গুণী শিল্পী। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

আহমেদ কায়সার কণ্ঠশিল্পী দিলরুবা খানের গাওয়া একসময়ের জনপ্রিয় গান পাগলমনসহ প্রায় সহ¯্রাধিক গানের গীতিকার। লেখক হিসেবেও রয়েছে তাঁর প্রকাশিত প্রায় অর্ধশত গ্রন্থ। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ছন্দ ছড়ায় বঙ্গবন্ধু, ফুলগুলো পথে পথে, একটি হৃদযন্ত্রের ভ্রমণ কাহিনী। তাছাড়া তিনি ১৯৮৫ সালে বাংলাদেশ বেতার ও ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত গীতিকার হন।


তিনি নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার হিসেবে ২০১৫ সালে যোগ দান করেন। এছাড়াও তিনি জাতীয় সাংস্কৃতিকধারা, বাংলাদেশ লেখক সমিতি, সাউন্ডবাংলা, অনলাইন প্রেস ইউনিটিসহ শতাধিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তাঁর সম্পাদিত বাংলাদেশের একমাত্র নিয়মিত ছড়া পত্রিকা ‘ছড়ার আসর’ ব্যাপক আলোচিত ছিলো।

 

লেখালেখির স্বীকৃতি হিসেবে তিনি নজরুল সম্মাননা, আমরা করবো জয় সম্মাননা, সাউন্ডবাংলা গোল্ডেন বুক এ্যাওয়ার্ড, স্বপ্নালোক স্বর্ণকলম সম্মাননা, ওসমানী পুরস্কারসহ অসংখ্য সম্মাননা ও পুরস্কার পেয়েছেন।

 

একাধারে গীতিকার, ছড়াকার, সম্পাদক ও সংগঠক আহমেদ কায়সারের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, চঞ্চল মেহমুদ কাশেম, চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব হাসিবুল হক পুনম, বাংলাদেশ লেখক সমিতির সভাপতি কথাশিল্পী রুহুল আমিন বাচ্চু, সাধারণ সম্পাদক জুলকর শাহীন, যুগ্ম সম্পাদক কবি মহিউদ্দিন আকবর, সাংগঠনিক সম্পাদক ছড়াকার মানসুর মুজাম্মিল, সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেডএম কামরুল আনাম জাতীয় সাংস্কৃতিকধারার সহ-সভাপতি কথাশিল্পী নাজমুল হক, মুমতাহিনা মুন, সাউন্ডবাংলার ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, অনলাইন প্রেস ইউনিটির চেয়ারম্যান কবির শিকদার, জাতীয় গীতিকবি পরিষদের প্রতিষ্ঠাতা এম আর মনজু প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন