বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১

প্রকাশ্যে আ.লীগ নেতারা

যুগের চিন্তা রিপোর্ট :

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪  

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের অধিকাংশ নেতাকেই শহরের বিভিন্ন  এলাকায় প্রকাশ্যে দেখা যাচ্ছে। এরমধ্যে অনেকেই হত্যা মামলার আসামী হয়েছে তারপরও তারা প্রকাশ্যে রয়েছেন। তাছাড়া অনেকেই ছিল ওসমানীয় সাম্্রাজ্যের দোসর। তারপরও এখনো প্রকাশ্যে নারায়ণগঞ্জ শহরে বুক চেতিয়ে দাপিয়ে বেড়াচ্ছে।

 


সূত্র মতে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সি.সহ-সভাপতি রবিউল হোসেন গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকেই প্রকাশ্যে নারায়ণগঞ্জ শহরসহ তার গলাচিপা এলাকায় চলফেরা করছেন। এছাড়া সে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গডফাদার শামীম ওসমানের বন্ধু খোকন সাহার আস্থাভাজন ছিল রবিউল। তারপরও নারায়ণগঞ্জ শহরজুড়ে বুক চেতিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগ রয়েছে। অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জিএম আরমান কখনো ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন সেকেন্ড ইন কমান্ড এবং কখনো ছিলেন সাধারণ সম্পাদক খোকন সাহার সেকেন্ড ইন কমান্ড।

 

কিন্তু গত ৫ই আগস্টের পর ১৫ই আগস্ট শোক দিবস পালনে একমাত্র এই জি এম আরমানের নেতৃত্বে আওয়ামীলীগের পার্টি অফিসে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরও ছিলেন নারায়ণগঞ্জ শহরে প্রকাশ্যে এবং বিএনপির সমর্থকদের সামনেই বুক চেতিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ¦লকেও বিভিন্ন সময়ে শহরের শেখ রাসেল পার্ক এলাকার আশে পাশে দেখা মিলে। গত ৫আগস্টের পর আওয়ামীলীগের পতনের পূর্বেও যেভাবে তিনি শহরের দাপিয়ে বেড়াচ্ছেন এখনো ঠিক একই ভাবে তার পদচারণা রয়েছে। আর এই উজ্জ্বল হচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই। ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস এম পারভেজকে প্রায় সময়ই নগরীর চাষাড়া এলাকায় দেখা যায়। 

 

জানা গিয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান খাজা মার্কেটে তিনি জনসম্মুখে ব্যবসায় কার্য পরিচালনা করছেন। মূলত, এই পারভেজ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহার এজেন্ট হিসেবে ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পদ ভাগিয়েছেন। তাছাড়া খোকন সাহার এজেন্ট হওয়ার সুবাধে চাষাড়া এলাকায় তিনি প্রতিনিয়ত যাতায়ত করেন। ১৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিস আহমেদ আওয়ামীলীগের সরকারের পতন হলেও সে ওয়ার্ডের দায়িত্ব পালন করলেও শহরতলীর বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ঘুড়ে বেড়াচ্ছেন ও বিভিন্ন সামাজিক মাধ্যমে তাকে যোগ দিতে দেখা যাচ্ছে। আনিস আহমেদও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহার এজেন্ট হিসেবে বিভিন্ন ভাবে কাজ করছেন।   
 

এই বিভাগের আরো খবর