বন্দরে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড
যুগের চিন্তা রিপোর্ট :
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১০:৩২ পিএম
বন্দরে অনু এন্টারপ্রাইজ নামক একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও গোডাউনসহ মালামাল পুড়ে গিয়ে কমপক্ষে ৭ লাখ টাকা ক্ষতিসাধন হওয়ার খবর পাওয়া গেছে। গোডাউনটি জামাল সোপ কোম্পানীর অহিদ ও মারুফের মালিকানাধীন অনু এন্টারপ্রাইজের।১৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ১ টি ইউনিটসহ মোট ৩ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তাৎক্ষণিক ভাবে অগ্নিকান্ডের কারন জানা যায়নি। আমাদের তদন্ত অব্যহত রয়েছে।