Logo
Logo
×

বিশেষ সংবাদ

বন্যায় ক্ষতিগ্রস্থ ফেনী স্কুলে বৃক্ষরোপণ রোটারী ক্লাবের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১০:৪৭ পিএম

বন্যায় ক্ষতিগ্রস্থ ফেনী স্কুলে বৃক্ষরোপণ রোটারী ক্লাবের



রোটারী ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটির উদ্যোগে ফেনীর দ্বাগনভূইয়া জায়লষ্কর উচ্চ বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত টয়লেট দুটি পুননির্মাণ এবং বিদ্যালয়ের চারপাশে একশত চারাগাছ রোপণ করা হয়।

 

 

 

গতকাল শনিবার ২৬ অক্টোবর বৃক্ষরোপণে শিক্ষার্থী পাশাপাশি উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট কামরুল হাসান, এক্সিকিউটিভ মেম্বার ইব্রাহিম রাজু, সেক্রেটারী এড: ধনঞ্জয় গুহ জয়, জয়েন্ট সেক্রেটারী দিদার খন্দকার, প্রজেক্ট চেয়ার কাজী শাহিন, কো-চেয়ার আবু উমর সিদ্দিক নুর, মজিবুর রহমান, সদস্য সাজেদা মুন্নী, মাসুদ রানা ও রিসাদ আহমেদ।

 

 

 

প্রোগ্রাম শেষে ফেলোশীপ করার জন্য পতেঙ্গা বীচে আনন্দ করে নারায়ণগঞ্জ এ চলে আসি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন