Logo
Logo
×

নগরের বাইরে

বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মেম্বার আর নেই

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৫ পিএম

বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মেম্বার আর নেই

 

নারায়ণগঞ্জের বন্দরে বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মেম্বার (৭০) আর নেই। ২ ফেব্রুয়ারী শুক্রবার ১১টায় তিনি ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নানিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিউন। মৃতুকালে স্ত্রীসহ ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনী  ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

মরহুমাকে বাদ আছর কলাগাছিয়া ইউনিয়নস্থ জিওধরা ঈদগা মাঠে রাষ্টিয়ভাবে তাকে গার্ড অফ অনার প্রদান করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার এমএ মোহাইমিন আল জিহান। তার মরদেহে সম্মান প্রদর্শন করেন বন্দর থানা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে তাকে ফুল দিয়ে সম্মান জানান। পরে জিওধরা ঈদগা মাঠে নামাজের জানাজা শেষে তাকে জিওধরা কবরস্থানে সমাহিত করা হয়।

 

এ সময় জানাজায় অংশ নেন বন্দর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীরমুক্তিযোদ্ধা আলী আক্কাস মীর, বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু, বীরমুক্তিযোদ্ধা নাজিম মাষ্টার, উপজেলা আ’লীগের সহসভাপতি আব্দুল্লাহ বাবু, আক্তার হোসেন বিএ, মকবুল মেম্বার, মাহাবুব মেম্বার, কামরুল হাসান জজ মেম্বার, শহিদ মেম্বার প্রমূখ। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন