ব্যানার পোস্টারে নিজের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা দিলেন গিয়াসউদ্দিন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১২ পিএম
পোস্টার ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে নিজের ছবি ব্যবহার না করতে নিষেধাজ্ঞা জারি করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন। একই সঙ্গে ইতোপূর্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনের যেসব নেতাকর্মী তার ছবিযুক্ত করে পোস্টার ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড বিভিন্ন স্থানে সাঁটিয়েছেন তা নিজ নিজ দায়িত্বে অপসারণ করারও নির্দেশ দিয়েছেন জেলা বিএনপির এই সভাপতি।
গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গিয়াসউদ্দিন স্বাক্ষরিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্যাডে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই নির্দেশনা ও নিষেধাজ্ঞা জারি করেন তিনি।
গিয়াসউদ্দিন প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীকে ইতোপূর্বেই নির্দেশনা দেওয়া হয়েছিল যে, আমার ছবি সম্বলিত পোস্টার, ব্যানার, ফেস্টুন কিংবা বিলবোর্ড না করার। এবং ইতোপূর্বে যারা করেছেন তাদেরকে নিজ নিজ দায়িত্বে সেসব অপসারণ করারও নির্দেশ প্রদান করা হয়েছিল।’
তিনি বলেন, ‘যেহেতু বিএনপি গণসম্পৃক্ত একটি রাজনৈতিক দল, সেহেতু আমি মনে করি, পোস্টার, ব্যানার, ফেস্টুন কিংবা বিলবোর্ডের কারণে মানুষের যেমন দুর্ভোগ সৃষ্টি হয় তেমনি জনসাধারণের মাঝে এক ধরণের ভীতি ও বিরূপ প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়। ফলে কোনো অবস্থাতেই মানুষের মাঝে ভীতি ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এমন কোনো কাজ করা যাবে না। এসমস্ত কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। এবং কোনো অবস্থাতেই আমার কিংবা অন্য যে কারো ছবি ব্যবহার করে পোস্টার, ব্যানার, ফেস্টুন কিংবা বিলবোর্ড অথবা দেয়ালে চিকা মারা যাবে না।’
জেলা বিএনপির শীর্ষ এই নেতা আরও বলেন, ‘সুতরাং নিষেধ করার পরও লক্ষ্য করা যাচ্ছে যে, নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অনেকেই রঙ-বেরঙয়ের পোস্টার, ব্যানার, ফেস্টুন যত্রতত্র প্রদর্শিত করছেন। বিষয়টি অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী।
দলের যেসমস্ত অতি উৎসাহী কতিপয় নেতৃবৃন্দ আমার এবং অন্য সিনিয়র নেতাদের ছবি ব্যবহার করে নিজেদের ছবি দিয়ে পোস্টার প্রকাশ করছেন এবং ফেস্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন, তাদেরকে এর থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে। এরপরও যারা এর থেকে বিরত না থাকবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ এন. হুসেইন রনী /জেসি