বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১

‘ভুয়া পুলিশ’ আখ্যা দিয়ে আসল পুলিশকে মারধর

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪  

সিদ্ধিরগঞ্জে ‘ভুয়া পুলিশ’ আখ্যা দিয়ে আসল পুলিশসহ দুই ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে। এরপর তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় লোকজন। গতকাল রোববার (১০ নভেম্বর) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। মারধরের শিকার পুলিশ সদস্য হলেন, দিনাজপুর জেলার হাসেমপুর থানার মৃত শরাফত আলীর ছেলে মোহাম্মদ আবু নুর শফিউজ্জামান (৫৫)। তিনি ঢাকার (ডিএমপি) কলাবাগান থানার কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। অপরজন পুলিশ সদস্যের বন্ধু মো. রাজু (৪৫)। তিনি বরিশাল জেলার মোল্লাদি থানার নেছার উদ্দিনের ছেলে।  

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মারধরের শিকার ওই দুই ব্যক্তিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার কয়েকজন ছেলের সঙ্গে কথাবার্তা বলতে দেখা গেছে। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরেই ওই ছেলেগুলো আশপাশের লোকজনকে ডাকামাত্রই মারধর শুরু হয়। এ সময় তারা পুলিশের লোক পরিচয় দেন। এরপর লোকজন কার্ড দেখাতে বললে ওনারা ডুপ্লিকেট কার্ড দেখান। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, স্থানীয় জনতা আমাদের কাছে যে দুজন ব্যক্তিকে দিয়েছেন তাদের মধ্যে একজন পুলিশ সদস্য এবং আরেকজন ওই পুলিশ সদস্যের বন্ধু। মূলত কয়েকজন ছেলে তাদের পকেটমার আখ্যা দিয়ে আশপাশের লোকজন ডাকেন। তখন তারা পুলিশ সদস্য পরিচয় দিলে ভুয়া পুলিশ সন্দেহে তাদের মারধর করা হয়।

এই বিভাগের আরো খবর