নারায়ণগঞ্জের নদীবন্দরের সকল কাজের একমাত্র উৎস বিআইডব্লিউটিএ। মানুষের সেবা প্রদানে বদলে দিচ্ছেন চরম ভোগান্তি। ঘন্টারও অধিক বসে থেকেও দেখা পাওয়া যায় না যুগ্ম পরিচালক শহীদউল্লাহ এমন কি অন্যান্য কর্মকতাদেরও। নানা সমস্যার অযুহাত দেখিয়ে অযথা বসিয়ে রাখেন সাধারন জনগনকে এমন অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি যুগের চিন্তাকে বলেন, কোনো কাজে আসলে একদিনে জায়গায় তিনদিন তো পার হয়ই তার চেয়ে বেশি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। অন্যদিকে যুগ্ম পরিচালক শহিদ-উল্লাহ সাথে সাক্ষাতে আসলেও ঘন্টা খানেক অপেক্ষা করেও দেখা পাওয়া যায় না।
এছাড়া কর্মকতাদের থেকেও এখানে বেশি দাপট চলে অফিস সহকারীদের। নাম প্রকাশে অনিচ্ছুক অপর ব্যাক্তি বলেন, বিআইডব্লিউটিএ কর্মকতাদের তো প্রায় দেখাই পাওয়া যায় না। আমি আজকে এসে প্রায় ২ ঘন্টা ধরে বসে থেকেও উপ- পরিচালক মো. ইসমাইল হোসনের সাথে দেখা হয়নি।
একজন কর্মরত দায়িত্ব পালনকারী কিভাবে এতোক্ষন বাহিরে থাকে। তারা কী সত্যি মানুষকে সেবা দিতে বসেছে নাকী ভোগান্তি বুঝি না। এ ব্যাপারে বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক শহীদউল্লাহ সাথে মুঠোফোনে বহুবার যোগাযোগে করার চেষ্টা করলেও তিনি ফোনকলটি রিসিভ করেননি। এন. হুসেইন রনী /জেসি