মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের বিরুদ্ধে মামলা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৩ পিএম
ফতুল্লার কুতুবপুরের কুসুমবাগের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের দায়ে মামলা হয়েছে। অভিযুক্ত যুবক জুয়েল পারভেজ (২৮) কুসুমবাগ ইক্বরা স্কুল সংলগ্ন এলাকার মতিউর রহমানের ছেলে। মামলার বাদী খাদিজা (ছদ্মনাম) একজন মাদ্রাসাছাত্রী।
মামলা সূত্রে জানা যায়, বাদী খাদিজার সাথে দুই বছর পূর্বে ফেসবুকে পরিচয় হয় জুয়েলের। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জুয়েল খাদিজাকে প্রায়ই কুপ্রস্তাব দিলেও খাদিজা তাতে রাজি না হওয়ায় বিয়ের আশ্বাস দেয় জুয়েল। গত ১৪ জুলাই কুতুবপুরের শিয়াচরস্থ বাদীর বাসায় কেউ না থাকার সুযোগে আসে জুয়েল। একপর্যায়ে খাদিজাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর থেকে খাদিজাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে ক্রমাগত বিভিন্ন হুমকি দিতে থাকে জুয়েল।
এ বিষয়ে বাদী জানান, জুয়েল বিয়ের আশ্বাস দিয়ে আমার সর্বনাশ করেছে। ও এখন পালিয়ে আছে। আমি ওর শাস্তি চাই। মামলা হওয়ার সত্যতা স্বীকার করে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ নূরে আযম গণমাধ্যমকে জানান, আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। এস.এ/জেসি