Logo
Logo
×

আন্তর্জাতিক

মিয়ানমারে ২৩ হাজার বন্দিদের মুক্তি দিচ্ছে জান্তা সরকার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ১০:০৯ পিএম

মিয়ানমারে ২৩ হাজার বন্দিদের মুক্তি দিচ্ছে জান্তা সরকার

মিয়ানমারে নববর্ষ উপলক্ষে ২৩ হাজার বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে জান্তা সরকার। শনিবার থেকে ধাপে ধাপে তাদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কারাগারের এক কর্মকর্তা বলেন, ‘ইয়াঙ্গুনের একটি কারাগার থেকে প্রথম দিন ৮০০ বন্দিকে মুক্তি দেওয়া হবে।’

 

নববর্ষ উপলক্ষে মিয়ানমারে প্রতি বছর অনেক বন্দিকে মুক্তি দেওয়া হয়। এবার ২৩ হাজার বন্দিকে মুক্তি দেবে জান্তা সরকার। জান্তার বিরুদ্ধে রাজপথে নেমে গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীরা এই তালিকায় আছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। শনিবার থেকে ২৩ হাজার বন্দিকে মুক্তি দেয়া শুরু করবে বলে এএফপিকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কারাগারের এক কর্মকর্তা।

 

এর আগে গত মাসে মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রায় ৯০০ বন্দিকে মুক্তি দেয় জান্তা সরকার। তাদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক ও মানবাধিকারকর্মীও ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন