Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ১১:৫১ এএম

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৫

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। যুক্তরাষ্ট্র সময় বৃহস্পতিবার  টেক্সাস অঙ্গরাজ্যের এএন্ডএম বিশ্ববিদ্যালয়ের বাইরে ব্রায়ান শহরে কাস্টম কেবিনেট কোম্পানির এক কর্মচারীর গুলিতে হতাহত হয়। 

 

ব্রায়ান পুলিশ প্রধান এরিক বুসক সন্দেহভাজন হামলাকারীর নাম প্রকাশ না করলেও হামলাকারী কাস্টম কেবিনেটের এক কর্মচারী বলে জানিয়েছেন। টেক্সাসের গর্ভনর গ্রেগ অ্যাবোট এক বিবৃতিতে জানান, বন্দুক হামলার পর সন্দেহভাজনকে ধরতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহত চার জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার প্রায় দুই ঘণ্টা পর হামলাকারীকে আরেকটি শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কী উদ্দেশ্যে বন্দুক হামলা হয়েছে তা জানা যায়নি।                       

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন