রূপগঞ্জে আগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন দগ্ধ
যুগের চিন্তা রিপোর্ট :
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৮:৫৩ পিএম
রূপগঞ্জে এক ভাড়াটিয়া বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। ২৫ অক্টোবর (শুক্রবার) দিবাগত রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডরগাঁও এলাকায় ফকির ফ্যাশানের পাশের এলাকায় জোলেখা বেগমের ভাড়াটিয়া বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জ এলাকার আহাদ আলীর ছেলে বাবুল, তার স্ত্রী সেলিনা বেগম, ছেলে সোহেল, ইসমাইল, মেয়ে তাছলিমা, ও সোহেলের স্ত্রী মুন্নী। তারা সবাই গার্মেন্টস শ্রমিক। তারা সকলেই আশংকাজনক অবস্থায় আছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে হঠাৎ করেই তাদের ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায়। এ সময় বিষয়টি জানতে বের হলে তাদের ঘরের ভিতর আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে দগ্ধ হয় ঘরের ভিতর থাকা ৬ জন। পুড়ে যায় ঘরের ভিতরে বিভিন্ন সরঞ্জামাদী। প্রথমে দগ্ধদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নেয়া হয়। কিন্তু তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রূপগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে ঘরের ভিতরে গ্যাস জমাট ছিল। রাতে ঘুমানোর সময় কয়েল জ্বালাতে গেলে সেখান থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করছেন তারা। ঘরের ভিতরে কয়েল জ্বালানো অবস্থায় দেখা গেছে বলেও জানায় পুলিশ।
তবে বাড়িতে গ্যাস লাইন বা গ্যাস সিলিন্ডার ছিল কিনা কেউ বলতে পারেননি।