Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে সরকারি রাস্তা কেটে ক্লাব নির্মাণ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ পিএম

রূপগঞ্জে সরকারি রাস্তা কেটে ক্লাব নির্মাণ


রূপগঞ্জে সরকারি রাস্তা কেটে দলীয় ক্লাব নির্মাণের অভিযোগ উঠেছে এক আইনজীবির বিরুদ্ধে। তবে তিনি সে অভিযোগ অস্বীকার করেন। উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকায় এই ঘটনা ঘটে।

 


স্থানীয়রা জানান, ২০১৭ অর্থ বছর থেকে তিনটি আলাদা বাজেটে গুতিয়াবো আগারপাড়া থেকে মুচিবাড়ি পর্যন্ত ১৬ লাখ টাকায় ইউনিয়ন পরিষদের বাজেটে রাস্তাটি সম্পন্ন হয়। তার দৈর্ঘ ৫৭৮ মিটার ও প্রস্থ ৭ ফিট। কিন্ত গত ২/৩ দিন যাবত নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সেক্রেটারি ও রূপগঞ্জ উপজেলা বিএনপির আইন সম্পাদক এডভোকেট আলম হোসেন সে রাস্তার মুখের অংশ কেটে রাস্তাটি চাপিয়ে ফেলে সেখানে দলীয় ক্লাব নির্মাণ শুরু করেছেন।

 


এ ব্যাপারে তার দাবি তাদের পৈত্রিক সম্পত্তির উপর দিয়ে বিগত সরকার জোর করে রাস্তা নিয়েছে। তাই বর্ধিত অংশ কেটে তিনি সেখানে দলীয় ক্লাব নির্মাণ করছেন।

 


এ ব্যাপারে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) পূর্বাচল সার্কেল ওবায়দুর রহমান সোহেল বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।      এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন