Logo
Logo
×

বিশেষ সংবাদ

সাংবাদিক সেলিম আহাম্মেদকে প্রাণনাশের হুমকি সন্ত্রাসী মাসুমের

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১০:৫৭ পিএম

সাংবাদিক সেলিম আহাম্মেদকে প্রাণনাশের হুমকি সন্ত্রাসী মাসুমের


 
নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জের ৫ নং ওয়ার্ডে দৈনিক ভোরের পাতার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সেলিম আহাম্মেদের  উপর অতর্কিত হামলা চালিয়েছে বিএনপি নামধারী আল হেলাল মাসুম। জানা গেছে, গত ২৬ শে অক্টোবর  রোজ শনিবার বিকাল পাঁচটায় আল হেলাল মাসুম ১০-১২ জন সন্ত্রাসীদের নিয়ে সিদ্ধিরগঞ্জ বাজার এলাকায় সাংবাদিক সেলিমের উপর অতর্কিত হামলা চালায়।

 

 

 

তাকে বেধড়ক মারপিট করে। এলাকাবাসী তাকে উদ্ধার করলে আল হেলাল  মাসুম  যাওয়ার সময় তাকে যেকোনো সময় মেরে ফেলার হুমকি দিয়ে যায়। বিভিন্ন মিথ্যা মামলায়  সাংবাদিক  সেলিম কে জড়িয়ে দেওয়ার ভয়-ভীতি দেখায়। সাংবাদিক সেলিম জানান, সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি  বিদ্যুৎ অফিসের তালিকাভুক্ত দালাল আল-হেলাল মাসুম। সে  বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্নভাবে হয়রানি করে।  সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছে।

 

 

 

তার অপরাধের বিরুদ্ধে পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মালিকাধীন জমিতে বহুতল  ভবন নির্মাণ করে বসবাস করছে আল হেলাল মাসুম। সে বিষয়ে তার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে সাংবাদিক সেলিম উপস্থিত থাকায় তার উপর ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী মাসুম  এ হামলা চালায়। জান মালের নিরাপত্তা চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায়এ বিষয়ে জিডি করেন সাংবাদিক সেলিম আহাম্মেদ। জিডি নং ১৭৫৬। তারিখ ঃ২৭/১০/২০২৪ ইং।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন