Logo
Logo
×

রাজনীতি

সিদ্ধিরগঞ্জের সুনাম রক্ষার্থে ন্যায়ের পক্ষে কাজ করি: গিয়াসউদ্দিন

Icon

ইফতি মাহমুদ

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০২:৫০ পিএম

সিদ্ধিরগঞ্জের সুনাম রক্ষার্থে ন্যায়ের পক্ষে কাজ করি: গিয়াসউদ্দিন


সিদ্ধিরগঞ্জ কলাবাগ জামে মসজিদ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. গিয়াস উদ্দিন। 


শনিবার (৩১ আগস্ট) কলাবাগ এলাকায় গিয়ে এই মসজিদ উদ্বোধন শেষে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ আলহাজ্ব মো. গিয়াস উদ্দিন বক্তব্যে বলেন, সিদ্ধিরগঞ্জের সুনাম রক্ষার্থে আমি কাজ করি ন্যায়ের পক্ষে কাজ করি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি। ১৯৭১ সালেও জীবন বাজি রেখে যুদ্ধ করেছি আপনাদের এলাকার সন্তান হিসেবে। ১৯৭১ সালে দেশ প্রথম স্বাধীন হওয়ার পরে যারা মুসলীমলীগ করত শান্তি কমিটিতে ছিল তাদের বাড়ি ঘর মাটির সাথে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। তারা কেউ বেঁচে থাকতে পারে নাই। কিন্তু আমি আমার শ্রদ্ধীয় পিতার অনুরোধে পাক হানাদার বাহিনীর সাথে ছিল তাদের কাউকে আমি ক্ষতি হতে দেইনি। আমি পাহাড়া দিয়ে রেখেছি আমার বাবা মাফ করে দিয়েছে আমি মাফ করে দিয়েছি। এবারও যারা আমাদের প্রতি অন্যয় করেছে জুলুম করেছে আমি বলেছি সকলের উদ্দেশ্যে তাদেরকে মাফ করে দেন তাদেরকে নিজ হাতে কিছু করার দরকার নাই আল্লাহর কাছে বিচার দেন আইনের কাছে সোপর্দ করেন। আমরা তাদের মাফ করে দিয়েছি। কিন্তু আজকে তারা আমাদের জায়গায় থাকলে এই মাফের কথা বলতেই পারতেন না।

 

তিনি আরও বলেন, আমাদের দেশে অর্থবিত্ত সম্পন্ন মানুষ হয় কেউ অন্যায় ভাবে অসৎ পথে উপার্জন করুক সমাজের মানুষ তাদের সম্মন করে। আর কেউ যদি সৎ ভাবে চলে সে যদি গরীব হয় তাকে অবজ্ঞা করে। গরীবের বাড়িতে কোন বড়লোক গেলে গরীব মানুষ যে সম্মান করে আর বড়লোকের বাড়িতে গরীব গেলে কোন সম্মানত দূরের কথা কথাই বলে না। এরা কারা অবৈধ ভাবে অর্থ উপার্জন করে মসজিদ বানাবে মাদ্রসা বানাবে বিভিন্ন জায়গার উদাহারণ দিচ্ছি তখন কি করে তখন কি করে একটা ওয়াজ মাহফিল করবে তখন কমিটি বসে সিদ্ধান্ত নেয় কাকে প্রধান অতিথি করা যায় কাকে বিশেষ অতিথি করা হবে তখন কমিটি ওলামায় কেরামের মধ্যে কি সিদ্ধান্ত নেয় জানেন এই এলাকার সবচাইতে চোর কে সবচাইতে বাটপার কে সবচাইতে পরের সম্পদ লুন্ঠনকারী কে যার কাছে টাকা আছে তারা প্রধান অতিথি করে আনব। কারণ তার থেকে নির্মাণ সামগ্রী ও অর্থ পাওয়া যাবে। ওই খারাপ মানুষ টাকেই এনে প্রধান অতিথির চেয়ারে বসায় এবং তখন ওই ধর্মপরায়ণ ব্যক্তিদের প্রতি আমার একটি খারাপ ধারণা হয়। তাহলে আমাদের কি করতে হবে ভাল মানুষকে সম্মান দিতে হবে অসৎ মানুষকে ঘৃণা করতে হবে। অসৎ মানুষকে এভাবে সম্মানিত করা যাবে না কারণ সে তখন মনে করবে টাকার কারণে আমাকে সম্মান করা হচ্ছে তখন সে আরও অসৎ পথে চলে যাবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন