Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে বহুতল ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে অগ্নিকাণ্ড

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ০৮:৫১ পিএম

সিদ্ধিরগঞ্জে বহুতল ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে অগ্নিকাণ্ড


সিদ্ধিরগঞ্জে বহুতল আবাসিক ভবনের তালাবদ্ধ একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) বিকাল তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন আব্দুল সালামের বাড়ির তৃতীয় তলায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

 

 

তবে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে আসায় বড় ধরণের কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। প্রাথমিক অবস্থায়ই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

 


আদমজী ইপিজেড ফায়ার ষ্টেশনের ইনচার্জ মিলন মিয়া জানান, সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন আব্দুল সালামের বাড়ির তৃতীয় তলায় অগ্নি সংযোগের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি।

 

 

যে ঘরটিতে আগুনের সূত্রপাত সেটি তালাবদ্ধ ছিলো। আমরা দ্রুত পানি দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তারা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন