Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৯:৩৭ পিএম

সিদ্ধিরগঞ্জে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ

 

সিদ্ধিরগঞ্জে আবুল হোসেন (৬৯) নামের মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার জামাতা আল আমিন গত ১৬ জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। এর আগে গত ১৪ জানুয়ারি বিকেলে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকা থেকে নিখোঁজ হোন সে।  নিখোঁজ আবুল হোসেন ওই এলাকার মৃত গুনজর আলীর ছেলে।  

 

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি বিকেল থেকে তিনি নিখোঁজ হোন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলে বাসায় ফিরে আসেন নি। বাসার সকলে মিলে খোঁজাখুঁজি শুরু করেও কোনো সন্ধান মেলেনি তার। পরে এ বিষয়ে মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। তাকে কেউ খুঁজে পেলে ০১৮৩০-৬৬৭৮৪৩ এই নাম্বারের যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, নিখোঁজ বৃদ্ধকে খোঁজা চলছে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন