Logo
Logo
×

নগরের বাইরে

৩১২ বোতল বিদেশী মদসহ যুবক গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ০৬:০৭ পিএম

৩১২ বোতল বিদেশী মদসহ যুবক গ্রেপ্তার

 

রূপগঞ্জে ৩১২ বোতল বিদেশী মদ সহ মো. জামির মিয়া (২৩) নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করা হয়েছে। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের 'ক' অঞ্চলের উপ পরিদর্শক ফয়েজ আহমেদ, সহকারী উপ-পরিদর্শক মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মাহনার সুরুজ হাজীর আম বাগানের দক্ষিণ পাশের বাগানের গেইটের সামনে অভিযান পরিচালনা করেন।

 

এ সময় ওই বিদেশী মদ সহ জামির মিয়াকে গ্রেপ্তার করে। তবে অভিযান টের পেয়ে পালিয়ে যায় মো. আরমান নামের অপর এক মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারকৃত জামির মিয়া রুপগঞ্জ থানার মাহনা পূর্বপাড়ার মৃত আতিকুর রহমানের পুত্র।

 

এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ আতাউর রহমান বাদী হয়ে মাদক আইনে রুপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন