শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১

অস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের জেল

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৩  

 

অস্ত্র মামলায় নাজমুল হোসেন (৩০) নামে এক যুবককে পৃথক দুটি ধারায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এরমধ্যে একটি ধারায় ১০ বছর ও অপর ধারায় ৭ বছর। উভয় দণ্ড একই সঙ্গে কার্যকর হবে। এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আল আমিন নামের আরেকজনকে খালাস দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত নাজমুল হোসেন শহরের মিশনপাড়া এলাকার সলিমুল্লাহ রোডের বাসিন্দা নাজির হোসেন বাবুুলের ছেলে।

 

গতকাল মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৪ সালের ২৪ নভেম্বর নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকা থেকে নাজমুলকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়। সেই মামলার বিচার কাজ শেষে আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছেন। এস.এ/জেসি

এই বিভাগের আরো খবর