বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১

আন্দোলনে সক্রিয় থাকায় আবু মাসুমের বাড়ি ভাংচুর ও লুটপাট

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৩  

 

 

জেলা ছাত্রদলের সাবেক ১ নং সহ-সভাপতি ও রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে। গতকাল বুধবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার রূপগঞ্জ থানা এলাকায় আবু মাসুমের বাড়িতে হামলা চালানো হয়। এসময় বাড়ির গেট ভেঙে প্রবেশ করে ভেতরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন ভুক্তভোগী। ভুক্তভোগীর দাবি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজের নেতৃত্বে অন্তত ৫০ জনের একটি দল এই হামলা চালায়।

 

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আবু মাসুমের বাড়ির গেটে হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে ব্যাপক আঘাত করছে। লাঠিসোঁটা নিয়ে গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করছে হামলাকারীরা। তবে ঘটনার সময় মাসুম বাড়িতে উপস্থিত ছিলেন না। হামলাকারীরা ঘরে ঢুকে প্রতিটি কক্ষ ভাঙচুর করে। ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ, এসি ভেঙে ফেলা হয়। বাদ যায়নি টয়লেটের কমোডিও। এছাড়া আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।

 

এ বিষয়ে মো.আবু মাসুম যুগের চিন্তাকে বলেন, এভাবে বাড়িঘর ভাংচুর, লুটপাট হয় আমার জনমে আমি দেখি নাই। যেন মহাপ্রলয়। রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ ও সাধারণ সম্পাদক মাসুম টাকির নেতৃত্বে এই হামলা হয়। হামলাকারীরা রূপগঞ্জ থানা ভবনের কম্পাউন্ডে মোটরসাইকেল ও অন্যান্য গাড়ি রেখে জয়বাংলা শ্লোগানের মাধ্যমে মিছিল নিয়ে আমার বাসায় উপস্থিত হয়ে ভাংচুর ও লুটপাট চালায়। প্রায় ২৫-৩০ রাউন্ড গুলি ও বোমা বিস্ফোরণের মাধ্যমে আতঙ্কিত করে তোলে।

 

আমার পরিবারের প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুটপাট ও ভাংচুর চালায়। ‘গত দুই দিন অবরোধের সমর্থনে আমি রূপগঞ্জে বেশ কিছু কর্মসূচি পালন করেছি। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে অর্ধশত নেতা-কর্মী আমার বাড়িতে হামলা চালায়। বাড়ির গেট ভেঙে দোতালা বাড়ির পুরো অংশে তা-ব চালিয়েছে। আমার অন্তত ৩০ লাখ টাকার সম্পত্তি ক্ষতি করেছে। আমি পুলিশের গ্রেপ্তারি এড়াতে বাড়িতে থাকি না, সেটা জেনেও শুধু আমার পরিবারকে নির্যাতন করতে এই হামলা চালিয়েছে।

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি/তদন্ত আতাউর রহমান বলেন, এ ধরনের কোন ঘটনা আমাদের জানা নেই অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

এই বিভাগের আরো খবর