শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

আর নয় বৃদ্ধাশ্রম

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০১৯  

ছোট ছোট ছেলেমেয়ে আর মা বাবা
এই নিয়ে বেড়ে উঠা পরিবার
মায়ের না খেয়ে সন্তান কে খাওয়ানো আর 
বাবার শত জটিলতা আর পরিশ্রমের ফসল
একটি পরিবার, একটি বন্ধন এর সম্পর্ক। 

আজকাল অবশ্য বাবা মা দু'জন ই 
ঘরে বাইরে এক রকম ভূমিকা রাখছে
সুন্দর সমঝোতা আর দাম্পত্য কলহ নিয়ে
সন্তানদের আগলে রেখে সম্পর্ককে আগলে রাখে।

একটা চাহিদা, একটা আবেগ কে গুরুত্ব দিতে
আমরা মরিয়া হয়ে উঠি, সন্তানের মুখে হাসি ফোটাতে
শিল্প, কর্ম,চরিত্র বিক্রি করি
ভালোবাসায় আর বাস্তবতায়
বাবা আর মা যখন এই বৃদ্ধ সময়টাকে নিয়ে
ব্যস্ত, আমরা তখন এমনি একটি পরিবার নিয়ে ব্যস্ত।

কোথাও হয়তো আর পাব না শৈশব আর কৈশোর কে
দিন দিন অমানুষ হয়ে জীবন কে নিয়ে 
ছুটতে হয় কারো কারো জীবনে।

বৃদ্ধ বাবা মা তখন বোঝা সংসার আর সমাজে
শেষ আশ্রয়স্হল তখন বৃদ্ধাশ্রম,
সন্তানহারা, পরিবার হারা মা বাবা সেখানে
একটা আলাদা জগতের বাসিন্দা 
দিশেহারা , অনিশ্চিত পৃথিবী নিয়ে দিন গননায় ব্যস্ত
এটি কি আধুনিকতা নামে অসভ্যতা বা অমানবিকতা নয়!

বদলে দাও পৃথিবী আর মানবতা কে
নতুন ভাবে নিজেকে আর ভাবনা কে
ছিন্ন নয় সম্পর্ক, চাই মজবুত সম্পর্ক 
শেষ পর্যন্ত সুন্দর আর মমতা বোধ। 

চাই যৌথ পরিবার আর নয় বৃদ্ধাশ্রম
ভালোবাসা আর মানবতা হোক চির সবুজ।

                               —— কামরুন্নাহার লিজা