শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

আ.লীগ-বিএনপির নামে মামা-ভাগিনাদের রামরাজত্ব

যুগের চিন্তা রিপোর্ট :

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪  

রায়ণগঞ্জ আওয়ামীলীগ-বিএনপি উভয় দলেই মামা-ভাগিনাদের আস্ফালন রয়েছে। এরমধ্যে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের মামা-ভাগিনাদের পতন হলেও বিএনপির মামা-ভাগিনাদের উত্থান ঘটেছে। আর এই আওয়ামীলীগ ও বিএনপির মামা-ভাগিনারা হচ্ছেন নারায়ণগঞ্জ গডফাদার শামীম ওসমানের আস্থাভাজন গোলাম সারোয়ারের ভাই নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল তাদের ভাগিনা নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন। এছাড়া বিএনপির মামা-ভাগিনা হচ্ছেন নারায়ণগঞ্জের প্রয়াত যুবদল নেতা মমিনুল্লাহ ডেভিড ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মাহবুব উল্লাহ তপন ও তাদের ভাগ্নে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা।

 

 সূত্র বলছে,নারায়ণগঞ্জের এই মামা-ভাগ্নে আওয়ামীলীগ ও বিএনপি নেতাদের কারো উত্থান ঘটে ক্ষমতার পালাবদলে এবং পতনও ঘটে। যেমন: গত ৫ আগস্টের পর নারায়ণগঞ্জের আলোচিত গোলাম সারোয়ারের ভাই ও ভাগিনা নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের আস্থানভাজন হিসেবে নারায়ণগঞ্জে প্রভাব বিস্তার করতেন। এরমধ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু নারায়ণগঞ্জের টেন্ডারবাজি ও ঘাট নিয়ন্ত্রণে ব্যাপক পারদর্শী ছিলেন। 

 

এছাড়া তার ভাই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নেয়া হকারদের থেকে টাকা উত্তোলন করে ভাগ নিতেন। এছাড়া তাদের ভাগিনা নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন দখল দারিত্ব চাঁদাবাজি পরিবহন সেক্টর নিয়ন্ত্রণ ও সিটি বন্ধনের চেয়ারম্যান পদে ছিলেন। 

 

তবে গত ৫আগস্টের পর ওসমানীয় সাম্রাজ্যের লুটিয়ে পড়লে সাজনু-হেলালরা পালাতে সফল হলেও তার ভাগিনা জুয়েল পালিয়ে বন্দরে অবস্থান করেন এরমধ্যেই বিএনপি নেতাদের কাছে লাঞ্চিত ও মারধরের শিকার হন। এভাবে আওয়ামীলীগের মামা-ভাগিনাদের পতন ঘটে গেলেও একই স্থানে একই জায়গায় একই সেক্টরে উত্থান ঘটে বিএনপির মামা ভাগিনাদের। একসময়ে নারায়ণগঞ্জের দুদর্ষ সন্ত্রাসী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ক্রাস ফায়ারে নিহত মমিনুল্লাহ ডেভিড পরলোকগমন করলে আওয়ামীলীগ সরকারের পতনের পর তার স্থানে নেতৃত্ব দিচ্ছেন তারই ভাই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মাহবুব উল্লাহ তপন সে ছিলেন এক সময়ে পরিবহন সেক্টরের গডফাদার এবং বন্ধন বাস নামে একটি বাস কোম্পানী প্রতিষ্ঠা করেছিলেন। 

 

কিন্তু এই মামাদের জায়গায় নয়া উত্থান ঘটিয়ে পরিবহন সেক্টরে আস্ফালন দেখাচ্ছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা। কেননা নগরীর ২টি পরিবহন তার নিয়ন্ত্রণে নিয়েছেন এরমধ্যে বন্ধন পরিবহনের নিয়ন্ত্রণে যেতে এখনো সক্ষম হননি রানা। তবে পরিবহন সেক্টর নয় নারায়ণগঞ্জের আলোচিত হকার ইস্যুর ব্যবসায়ী ও হকার নেতাদের ব্যবহার করে রানা তার সাঙ্গ পাঙ্গদের নিয়োগ দিয়ে প্রতিষ্ঠিত করছেন । পাশাপাশি রানার আশকারায় হকারদের কাছ থেকে চাঁদাবাজির পায়তারা করছেন তার সাঙ্গ পাঙ্গরা।

এই বিভাগের আরো খবর