মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪   পৌষ ১০ ১৪৩১

আড়াইহাজারে দিনভর ভোট কেন্দ্রগুলো ছিল ফাঁকা

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৪  

নারায়ণগঞ্জ-২ আসনের কবি নজরুল স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্র সকাল থেকেই ভোট কেন্দ্র ছিল ফাঁকা। গতকাল দুপুর ২টার দিকে তোলা ছবি।

নারায়ণগঞ্জ-২ আসনের কবি নজরুল স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্র সকাল থেকেই ভোট কেন্দ্র ছিল ফাঁকা। গতকাল দুপুর ২টার দিকে তোলা ছবি।

 

কেন্দ্র দখল, পোলিং এজেন্ট বের করা, নৌকা প্রতীকে সিল মারাসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করে গতকাল নারায়ণগঞ্জ-২, আসন আড়াইহাজারে ভোট বর্জন করেন জাতীয় পার্টির মনোনয়ন লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেন্সিডিয়াম সদস্য আলামগীর শিকদাার লোটন।

 

এর আগে ৬ জানুয়ারী তৃণমুল বিএনপির মনোনিত প্রার্থী আবু হানিফ হৃদয় সরকার দলীয় এমপি নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে ভয়ভীতির অভিযোগ করে ভোট বর্জন করেন।

 

এদিকে সকাল ৮টা থেকে শুরু হয় উপজেলার ১১৭ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ। উপজেলার কিছু কেন্দ্র ব্যতিত অধিকাংশ ভোট কেন্দ্রই ছিল দিনভর ভোটার শূন্য। তবে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ও ফতেপুর ইউনিয়নে গিয়ে দেখা গেছে নৌকা প্রতীকের বেজ পরিহিত কিছু নারী এবং পুরুষ অটো দিয়ে নারী ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন।

 

নাম প্রকাশ না করার শর্তে এদের মধ্যে এক নারী বলেন, আমি নৌকা প্রতীকের সমর্থক। আমাদেরকে নির্দেশনা দেয়া হয়ে বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের কেন্দ্র নিয়ে আসার। আমার সে নির্দেশনাই পালন করে যাচ্ছি। কে এমন নির্দেশনা দিয়েছেন। জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

 

একই এলাকার ভোটার নাম না প্রকাশের শর্তে বলেন, ভোটের আগে একাধিকবার উঠান বৈঠক করা হয়েছে। এসব উঠান বৈঠকে স্থানীয় এমপিসহ তার দলের নেতাকর্মীরা সাধারণ মানুষকে হুমকী-ধমকী দিয়েছে। এতে মানুষ তাদের প্রতি ক্ষিপ্ত হয়েছেন। এতে করে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল আগের নির্বাচনগুলোর তুলনায় কম। উপজেলার মাহমুদপুর ইউনিয়নে গিয়ে দেখা গেছে নৌকা প্রতীকের বেজ পরিহিত নারীরা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের কেন্দ্রে আসার চেষ্টা করছেন।

 

এদিকে উপজেলার রামচন্দ্রী ৫৬নং সরকারী প্রথামিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে নৌকা প্রতীকের লোকজন। খবর পেয়ে লাঙ্গল প্রতীকের প্রার্থী আলমগীর সিকদার লোটন কেন্দ্রে গিয়ে হস্তক্ষেপ করলে পরিস্থিতি শান্ত হয়। লোটন বলেন, নৌকা প্রতীকের কর্ম-সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় তাদের বাঁধা দেয়া হলে সংঘর্ষে রুপ নেয়। পুলিশ এসময় গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ সময় আমার হাটুতে গুলি লাগে। তবে তেমনভাবে আহত হয়নি। আল্লাহ বাঁচিয়েছেন।

 

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ভোট কেন্দ্রের আশপাশে আওয়ামী লীগের লোকজন ব্যতীত সাধারণ মানুষের উপস্থিতি ছিল না। পুরো উপজেলা জুড়ে এক অজানা আতঙ্ক বিরাজ করছিল। খুব বেশী প্রায়োজন ব্যতীত মানুষ বাড়ি থেকে বের হয়নি। রাস্তা-ঘাটসহ স্থানীয় চায়ের দোকান বা বাজারগুলো ছিল লোক শূন্য।

 

স্থানীয় আওয়ামী লীগের সমর্থক নাম না প্রকাশের শর্তে বলেন, আড়াইহাজারে এমপি বাবু ব্যাপক উন্নয়ন করেছেন। কিন্তু নানা কারণে তার প্রতি সাধারণ মানুষসহ দলীয় সিনিয়র নেতা ও কর্মীরা অনেক বিরক্ত হয়ে আছেন। এতে প্রকাশ্যে তারা নৌকার পক্ষে মাঠে থাকলেও ভিতরে ভিতরে ছিল বেশ অনীহা। এই ম্যাসেজটি আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের মাঝে ছড়িয়ে পড়ে।

 

এছাড়াও বিএনপিসহ তাদের সঙ্গে অনেক দলই নির্বাচন বর্জন করেছেন। এতে এসব দলের সমর্থকরা ভোট কেন্দ্রে আসা থেকে বিরত ছিলেন। এতে ভোটার উপস্থিতি আগের নির্বাচনগুলোর তুলনা কমছিল।

 

দেখা গেছে, নৌকার প্রার্থীর লোকজনের সঙ্গে কিছু এলাকায় হালকা মারামারির ঘটনায় অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তবে পরিস্থিতি স্বভাবিক রাখতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহীনির সদস্য নিয়োজিত ছিলেন। কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপজেলা নির্বাচন কমিশনার শেখ ফরিদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। এতে নির্বাচন সংক্রান্ত তার বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। এস.এ/জেসি
 

এই বিভাগের আরো খবর