ইজতেমায় না.গঞ্জবাসী থাকবে ৪০ নং খিত্তায়
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০৪:১১ পিএম
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে আগামী ১৩ জানুয়ারি। নারায়ণগঞ্জ থেকে গিয়ে ইতিমধ্যে গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠে জড়ো হতে শুরু করেছেন মুসল্লিরা। তবে কোথায় উঠবে, তা খুঁজতে গিয়ে পড়তে হচ্ছে সমস্যায়। এবার ইজতেমা নারায়ণগঞ্জের মানুষদের ঠাই হচ্ছে তুরাগ নদীর তীরে ৪ নং রাস্তার ৪০ নং খিত্তায়।
নারায়ণগঞ্জ থেকে যাওয়া মুসল্লি আব্দুর রহমান জানান, ‘অনেক দিন পর ইজতেমা হচ্ছে। এবার জায়গা পাওয়া নিয়ে সমস্যা হতে পারে। তাই আগেভাগেই চলে আসছি। সবাইকে দেখে খুব ভালো লাগছে।’
জুবায়ের অনুসারীদের মিডিয়া সমন্বয়ের দ্বায়িত্বে থাকা জহির ইবনে মুসলিম বলেন, এবার ইজতেমা নিয়ে আমাদের সাথীরা খুবই আগ্রহী। তাই অনেকে ৩ দিন পূর্বে থেকেই আসতে শুরু করেছেন।
মাঠে মুসল্লিদের পাশাপাশি পুরো এলাকায় আজ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।