শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ইতিহাসে প্রথমবার কানাডায় মাইকে আজানের অনুমতি

প্রকাশিত: ৩ মে ২০২০  

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার মুসলমানরা মসজিদে আজান প্রচার করার অনুমতি পেয়েছে। দেশটির ইতিহাসে এই প্রথমবার এ সুযোগ দেয়া হলো। এতদিন কানাডার মসজিদে নামাজ পড়ার অনুমতি ছিল কিন্তু মাইকে আজান প্রচারের অনুমতি ছিল না। কানাডার কয়েকটি শহরের শুধু রমজান উপলক্ষে এই অনুমতি দেওয়া হয়েছে। আনাতোলি বার্তা সংস্থা এ কথা  জানিয়েছে।


জানা গেছে, এখন থেকে রাজধানী অটোয়ার পাশাপাশি টরেন্টো, এডমন্টন ও হ্যামিল্টন শহরের মসজিদগুলো থেকে জোহর, আসর ও মাগরিবের নামাজের আজান দেয়া যাবে।  তবে এই অনুমতি দেয়া হয়েছে পবিত্র রমজান উপলক্ষে এবং রমজান শেষ হওয়ার পর কোনো মসজিদ থেকে আর আজান দেয়া যাবে না।    
   

‘মাউন্টেন’ মসজিদের ইমাম সাইয়্যেদ তুরা এ সম্পর্কে বলেছেন, কানাডায় বসবাসরত মুসলমানদের জন্য আজকের দিনটি ঐতিহাসিক। কারণ, তারা আজ প্রথমবারের মতো মসজিদ থেকে আজান প্রচারের অনুমতি পেয়েছে। তবে রমজান শেষ হওয়ার পরও যাতে আজান প্রচার করা যায় সেজন্য কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। 
 

এই বিভাগের আরো খবর