শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ঈদের নামাজ মসজিদে আদায়ে নিষেধাজ্ঞা জারি সিরিয়া সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ মে ২০২০  

ছবি: সংগৃহিত।

ছবি: সংগৃহিত।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে সিরিয়ার সরকার। মসজিদে না গিয়ে বাসায় বসে আত্মীয়-স্বজনদের নিয়ে আদায় করতে বলা হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ মে) ধর্ম মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।


মহামারি করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে গত ১৪ মে ধর্মীয় ছুটির দিনে জনসমাগম নিষিদ্ধ করে সিরিয়া। পাশাপাশি সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে কারফিউ জারি করে ভোর পর্যন্ত। সিরিয়ার মতো মিশর ও আলজেরিয়াও মসজিদে ঈদের নামাজ জামাতে আদায় করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।


এখন পর্যন্ত সিরিয়া সরকার নিয়ন্ত্রিত এলাকায় ৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩ জন।

 

এই বিভাগের আরো খবর