শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

একই নীল আকাশ

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯  

একই নীল আকাশ
আর তার বহুমাত্রিক রং,

 

এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা জাল
তার জলে জমে যাওয়া মেঘ, বৃষ্টি, আহ্লাদ,

 

বড্ড উঁচাটান প্রেম!

 

আমি রোজ রোজ প্রিয়তমার বুকে
এই রকম একটা আকাশ দেখি!

 

মিলন মাহমুদ