মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারাদেশে ৩৫০টি নাট্যদলের পরিবেশনায় ‘থিয়েটার এগেইনস্ট করোনা’ স্লোগানকে উপজীব্য করে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটক উপস্থাপন করে ঐকিক থিয়েটার।
‘মানুষ’ নামে নাটকটি সম্মিলিত প্রয়োজনায় পরিচালনায় ছিলেন বেলাল হোসাইন মিঠু। নাটকটির শিল্প নিদের্শনায় ছিলেন জাহিদ হৃদয়।
এতে অভিনয় করে বেলাল হোসাইন মিঠু, আতিকুল ইসলাম মুন্না, প্রসেনজিত দাস, মো. সাদ্দাম হোসেন, হেমিকা হায়দার সিমি, হিয়া এবং মর্ম। শহরের খানপুর ও শেখ রাসেল পার্ক মুক্ত মঞ্চে নাটকটির ২টি মঞ্চায়ন হয়।