Logo
Logo
×

বিশেষ সংবাদ

ওসমান পরিবারের দালাল ব্যবসায়ীদের তালিকা তৈরি হচ্ছে : এড. টিপু

Icon

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ পিএম

ওসমান পরিবারের দালাল ব্যবসায়ীদের তালিকা তৈরি হচ্ছে : এড. টিপু

আওয়ামী লীগের শাসনামলে নারায়ণগঞ্জে যেসব ব্যবসায়ী ওসমান পরিবারের ‘অপকর্ম, দুর্নীতিতে সহযোগিতা করেছেন’ তাদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। ‘সময়মতো’ এ তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একাউন্টে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন বিএনপির এ নেতা। 

 

স্ট্যাটাসে তিনি লেখেন, নারায়ণগঞ্জে যে সকল ব্যবসায়ী নামধারী নেতারা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও সন্ত্রাসীদের গডফাদার ওসমান পরিবারের দালালি করতে ব্যস্ত ছিলেন এবং তাদের সকল অপকর্মে, দুর্নীতিতে ও সন্ত্রাসী কার্যকলাপে সহযোগিতা করেছেন, তাদের চিহ্নিত করে কালো তালিকা তৈরি করা হবে। এবং সকল ক্ষেত্রে তাদেরকে বয়কট করা হবে। নারায়ণগঞ্জবাসী ও সকল ব্যবসায়ী সেক্টরের সাধারণ ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদেরকে ‘এই সকল ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও সন্ত্রাসীদের গডফাদার ওসমানদের দালালদের’ বয়কটেরও আহ্বান জানান টিপু। 

 

যোগাযোগ করা হলে বিএনপির এ নেতা বলেন, ‘ফ্যাসিস্ট ওসমান পরিবারের দালালদের তালিকা করা হচ্ছে। আমরা সময়মতো এ তালিকা প্রকাশ করবো। নামধারী যেসব ব্যবসায়ী ওসমান পরিবারের সকল অপকর্মে সহযোগিতা করেছেন, তাদের দালালিতে ব্যস্ত ছিল তাদের তালিকা প্রকাশ করা হবে। সামাজিকভাবে তাদের বয়কট করা হবে।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন