সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

কুতুবপুরে রাস্তার মাঝেই মৃত্যুফাঁদ

আরিফ হোসেন

প্রকাশিত: ২৪ জুলাই ২০২২  

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে পাগলা থেকে জালকুড়ি রোডটি একটি ব্যস্ততম সড়ক প্রতিদিনই এই রাস্তাটি প্রায় কয়েক হাজার গাড়ি চলাচল করে এবং এই রাস্তাটিতে দিয়ে ৫০ হাজারের বেশি মানুষের চলাচল হলেও এই রাস্তাটি দিয়ে পাগলা থেকে জালকুড়ী যাওয়ার পথে পূর্ব দেলপাড়া এলাকায় এখন মৃত্যুফাঁদে পরিনত হয়েছে।

 

প্রতিদিনই এই রাস্তাটিতে কোন না কোন দূর্ঘটনার শিকার হচ্ছে এবং এই রোডে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।আর এই রাস্তাটি দিয়ে চলাচল এখন সাধারন মানুষের জন্য ভয়ংকর হয়ে দাড়িয়েছে অসুস্থ রোগীরা প্রায় সময়ই এই রাস্তাটি দিয়ে চলাচলে বিলম্বনার মধ্যে পড়তে হয়।আর এই রাস্তাটি প্রায় কয়েক মাস যাবত বেহাল দশা হলেও এখনো কোন সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়নি।এলাকার সাধারন জনগন স্থানীয় চেয়ারম্যান -মেম্বার ও এলজিইডির সুদৃষ্টি কামনা করছেন ।যাতে করে এই রাস্তাটি চলাচলের উপযোগী করা হয়।

 

সরেজমিনে গিয়ে দেখা গেল, রাস্তাটির অবস্থা এমনটাই খারাপ যে এই রাস্তাটি দিয়ে চলাচল করা আর নিজের বিপদ নিজে ডেকে আনা।রাস্তার মাঝখানে বড় বড় খাদের সৃষ্টি হয়েছে।যেখানে অতিদ্রুত রাস্তাটির সংস্কার না হলে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

 

এ বিষয়ে এই রোডে চলাচলকারী এক যুবক জানান, আমি প্রতিদিনই এই রাস্তাটি দিয়ে চলাচল করি বেশ কয়েক মাস যাবৎ এই রাস্তাটি দিয়ে এখন চলাচলে ভয়ংকর হয়ে দাড়িয়েছে।প্রতিনিয়তই যাত্রীবাহী রিকশা –মিশুক –অটো উল্টে যাওয়ার ঘটনাও ঘটছে।তাই এলাকার জনপ্রতিনিধি যারাই আছেন তাদের উচিৎ অতিদ্রুত এই রাস্তাটি সংস্কার করে আমাদের সাধারন মানুষকে এই চরম ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হোক।

 

এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু জানান, এই রাস্তাটির ব্যাপারে কিছুদিন আগে এলজিইডির ইঞ্জিনিয়ার জানিয়েছেন আর এই কাজটা তো এলজিইডি করে এবং এই রোডটি ডালাই দিয়েছে এলজিইডি ।এটা তাদেরই কাজ তারা কিছুদিন আগে আমাকে বললো যে এই রাস্তাটির খুব খারাপ অবস্থা ,আমি বললাম খারাপ অবস্থা বৃষ্টি এলে পানি জমে থাকে আপনি এটার ব্যবস্থা নেন না কেন।

 

তখন তারা বললো আমরা একটা টেন্ডার করবো এই জন্য আমরা একটু মাপবো একজন লোক দিয়েন তারপর আমি একজন লোক দিয়েছি তারা মেপেও গেছে এখন তারা কি করবো টেন্ডার করবো কবে করবো তা আমি জানি না তবে আমি আশা করছি খুব শিঘ্রই এই রাস্তাটির সমস্যার সমাধান হবে এবং আগের মতো স্বাভাবিক ভাবে সাধারন জনগন কোন রকম ভোগান্তি ছাড়াই চলাচল করতে পারবে।এসএম/জেসি 

এই বিভাগের আরো খবর