শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

কৃষক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২০  

তোমার ঠোঁটে বক হবো, জলার ভাঁজে
শিকার করবো আধার, বিলের অতলে
গড়ে ওঠা গম্বুজ ছুঁয়ে দিবো চাতকের ভাষায়।

 

তোমার উপত্যকায় জলের সুড়ঙ্গ ধরে
নেমে যাবো ছোট্ট ডিঙায়, বৈঠার ছলাৎ
ছলাৎ শব্দে ঝরে পড়বে মিনারের চূড়া।

 

তোমার উরুর খেতে চাষ করবো মৌসুমি
ফসল, আলপথে বুনে দিবো রক্তবীজের
সংগম, পরিযায়ী পাখির মতন ওড়ে যাবে বেলুন-

 

যদি পাহাড়ের নির্জন জল হও, ঝর্ণার গানে---
ভূগোলের সাড়ায় থরেথরে কেঁপে যাবে অন্ধ কৃষক।

 

মিলন মাহমুদ