বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৪ ১৪৩১

ক্রীড়া সংস্থায় বিতর্কিতদের চাননা ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়রা

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪  


নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে শৃঙ্খলা বজায় রাখতে জেলা ক্রীড়া সংস্থার কোনো কমিটিতে বিতর্কিতদের না রাখাসহ কয়েকটি দাবি জানিয়েছেন ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়রা গতকাল সোমবার সকালে তাদের দাবিগুলো উল্লেখ করে জেলা প্রশাসককে একটি স্মারকলিপি দিয়েছেন তারা। এ সময় তারা ক্রীড়া সংস্থার অ্যাডহক ও পূর্ণাঙ্গ কমিটি গঠন, বিতর্কিতদের ক্রীড়া সংস্থায় অন্তর্ভূক্ত না করা, নতুন ফুটবল মাঠ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে টুর্নামেন্ট আয়োজন করার দাবি জানান।

 

 

ক্রীড়া সংস্থায় মডেল ডি ক্যাপিটালের কর্ণধার মো. মাসুদুজ্জামানের নেতৃত্ব চান বলেও জানান ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়রা। তারা জেলা প্রশাসককে বলেন, ‘গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর, জাতীয় ক্রীড়া পরিষদের সকল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ফলে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা তথা ক্রিকেট কমিটি বর্তমানে অকার্যকর।

 

 

অভিভাবকশূন্য এই ক্রিকেট ক্লাবগুলির জন্য, গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি চাই। আমরা নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অভিভাবক হিসাবে, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক এবং মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ সাহেবকে পেতে চাই।’

 


এ সময় উপস্থিত ছিলেন আমরা নারায়ণগঞ্জবাসীর সহসভাপতি কুতুবউদ্দিন আহমেদ, জাতীয় ফুটবলার এমিলি, জাকির হোসেন, রেজাউল করিম লিটন, কাজী নজরুল ইসলাম, নাদিম হাসান মিঠু, শহীদ হোসেন স্বপন, সাবেক ক্রিকেটার জনসহ প্রমুখ ক্রীড়া সংগঠক ও ক্লাবের নেতৃবৃন্দ।     এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর