রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ক্ষুদে লেখিকা আলোক হকের বইয়ের মোড়ক উন্মোচন

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ১৪ মার্চ ২০২২  

এবারের একুশের বইমেলার সর্ব কনিষ্ঠ লেখক নয় বছর বয়সি আলোক হকের লেখা বই ‘ডাইরি অফ এ মাউস’ এর মোড়ক উন্মোচন রোববার সকাল এগারোটায় নগরীর চাঁনমারিস্থ হেরিটেজ স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

 

তার লেখার মুল্যায়ন করতে গিয়ে সাহিত্যিক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ বলেন, আলোকের লেখা অত্যন্ত সাবলিল। গল্পের গাঁথুনি দক্ষ। তার লেখা পাঠককে টেনে ধরে রাখে পুরো গল্পটি পড়ার জন্য। তার প্রথম বইটি যেন বাঘের থাবার চিহ্ন। চর্চা অব্যহত রাখলে আলোকের ভবিষ্যতে বড় লেখক হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোকেয়া পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মঞ্জুশ্রী দাস নিয়োগী, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমণ রেজা, নারায়ণগঞ্জ ফটোগ্রাফি ক্লাবের সভাপতি জয় কে রায় চৌধুরী,

 

বইটির প্রকাশক ও সাংবাদিক নাসরিন গীতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেরিটেজ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া।লেখক আলোক হক মফিজুল হক নির্ঝর ও অদিতি হকের মেয়ে। তারা সপরিবারে আমেরিকা প্রবাসী।