মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

খানপুর সরদারপাড়ায় ড্রেজার পাইপ স্থাপনে বেড়েছে জনদুর্ভোগ

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১  

শহরের খানপুর ১১নং ওয়ার্ডের সরদার পাড়া সড়কে নিয়ম নিতির তোয়াক্কা না করেই অবৈধ ভাবে রাস্তার উপরে ড্রেজার মেশিনের পাইপ দিয়ে জনদুর্ভোগ বাড়িয়ে দিয়েছেন বালু ব্যবসায়ীরা। এ কারনে  সড়কে চলাচল করা যানবাহনসহ সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। রাস্তার উপরে পাইপে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে অনেকে।

 

এছাড়া পাইপ নেওয়ায় অনেক স্থানে সিটি কর্পোরেশনের রাস্তা ভেঙে গেছে। সিটি কর্পোরেশনের রাস্তা দিয়ে পাইপ বসালেও নেয়া হয়নি কোন অনুমোদন। ফলে অটোরিক্সা, রিক্সাসহ যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। আবার পাইপ লিকেজ এর কারণে বালু পানি মানুষের উপর পড়ে নষ্ট হচ্ছে জামাকাপড়। এলাকাবাসীর অভিযোগ এরা স্থানীয় সরকার দলীয় পরিচয় দিয়ে দীর্ঘ দিন ধরে এই বালুর ব্যবসা চলিয়ে যাচ্ছেন।


সরেজমিনে দেখা গেছে, শীতলক্ষা নদী থেকে এই ড্রেজারের পাইপ খানপুর সরদার পাড়া এলাকায় আনা হয়েছে। এতে করে এই সড়কটি সরু হয়ে গেছে। সাধারণ মানুষ চলাচলে যেন দুর্ভোগের শেষ নেই। তবে সবচেয়ে বেশী সমস্যায় পড়েছে স্কুলে যাওয়া আসা শিক্ষার্থীদের।

 


জানা গেছে, অভিযুক্তরা সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান প্রধান সড়ক ও অলিগলির ওপর নিচ দিয়ে পাইপ ঢুকিয়ে মানুষের সমস্যা সৃষ্টি করছে। তবে থেমে নেই বালুর ব্যবসা। আর এই পাইপ সড়কে থাকায় উঁচু হয়ে ঘটছে দুর্ঘটনা। কিন্তু এসব নিয়ে প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা অনেকে। আবার কেউ কেউ প্রতিবাদ করলেও লাভ হচ্ছে না। কারন এসবের সঙ্গে যুক্তরা সবাই সরকারদলীয় পরিচয় দিচ্ছেন।

 


স্থানীয় মো. মোক্তার হোসেন জানান, সরদার পাড়া এলাকার মো.মজিবর মিয়ার পুকুর ভরাট করার জন্য এই ড্রেজারের পাইপ বাইপাস করে সরদার পাড়া এলাকায় আনা হয়েছে। তবে সুত্র বলেছে এই বালুব্যবসার সাথে জড়িত আছেন বাদল, অহিদ আলম নামে দুই ব্যাক্তি।

 


এব্যাপারে ১১নং ওয়ার্ড কাউন্সিলর জমসের আলী ঝন্টু জানান, এরা আমার ওয়ার্ডে ড্রেজার পাইপ স্থাপন করলেও আমাকে জানায়নি। সিটি কর্পোরেশনের অনেক রাস্তা তারা ভেঙে এই পাইপ স্থাপন করেছে। এতে করে ওয়ার্ডবাসী পড়েছে দুর্ভোগে। এই সমস্যা সবার সমস্যা আর তারা সিটি কর্পোরেশনের কোন অনুমতি নেয়নি।

এই বিভাগের আরো খবর