খুনের ঘটনা বাড়ায় উদ্বেগ
যুগের চিন্তা রিপোর্ট :
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৪
# এক দিনের ব্যবধানে ৫ লাশ
# সামাজিক-প্রশাসনের আরো তৎপরতা বাড়াতে হবে : হাজী নুরউদ্দিন
# হত্যাকাণ্ডে জড়িতরা গ্রেফতার হচ্ছেন : অতি. পুলিশ সুপার
জুলাই-আগষ্ট উদ্বিগ্ন আর উৎকন্ঠার মধ্য দিয়ে কাটিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে ছাত্র জনতা। এরপর ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দিকে যেতে শুরু করলেও হঠাৎ করে খুনের ঘটনা বাড়ায় উদ্বেগ তৈরি হয়েছে। নারায়ণগঞ্জে ১ দিনের ব্যবধানে ৫ লাশ উদ্ধার করেছে। তার মাঝে সবকটিই হত্যার ঘটনা ঘটে। এতে করে আতঙ্ক বিরাজ করছে মানুষের মাঝে। নির্মম ও নিষ্ঠুরভাবে স্বজনকে হত্যার পর লাশ গুম করে ফেলা, পরকীয়ায় জরিয়ে ক্ষোভে রাগে হত্যা করা সহ নানা ধরনের অপরাধের ঘটনা বেড়েছে।
আবার অনেকেই আইন নিজের হাতে তুলে আধিপত্য ধরে রাখার জন্য মতের বিপক্ষ লোকদের হত্যা করতে কর্ণপাত করছেন না। আবার কেউ কেউ আইনকে তোয়াক্কা না করেই দিব্বি অপরাধ করে যাচ্ছে। তাছাড়া দখল দারিত্ব, লুণ্ঠন, চাদাঁবাজি জনিত অপরাধ কোন ক্রমেই কমছে না। যা নিয়ে জনমনে আতঙ্ক বেড়েই চলছে। প্রশাসন তৎপরতা আরো বাড়ানোর দাবি জানিয়েছে নাগরিক সমাজ।
এদিকে অপরাধ ও সমাজ বিশেষজ্ঞরা বলছেন, ঘটনার পর অপরাধীদের বিচারে দীর্ঘসূত্রিতা, সামাজিক বন্ধনের অনুপস্থিতি, ইন্টারনেটের অপব্যবহার. অসহিষ্ণুতা, মাত্রাতিরিক্ত ক্ষোভ, পরকীয়া সমস্যা, রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনের কাছে হেনস্থার শিকার হওয়া, অর্থনৈতিক বৈষম্য, নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়ের চিত্র ফুটে উঠছে একের পর এক লোমহর্ষক ঘটনায়। তুচ্ছ কারণে খুনের ঘটনা ঘটছে।
অপরদিকে এক দিনেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া কয়েকটি ঘটনা সমাজকে নাড়া দিয়েছে। সর্বত্র আলোচনা চলছে কেন এবং কি কারণে হত্যা সহ নানা অপরাধ বেড়েই চলছে। এতে করে প্রশাসন তাদের ব্যর্থতার দায় এড়িয়ে যেতে পারে কী না তা নিয়ে সর্বত্র প্রশ্ন উঠেছে।
তার মাঝে ফতুল্লার সস্তাপুর এলাকার চাঁদ ডাইংয়ের মালিক জসিম উদ্দিন মাসুম হত্যা নিয়ে বেপক সাড়া ফেলেছে। পরকীয়া প্রেমিকা রুমা আক্তার রাগে ক্ষোভে তাকে হত্যা করে বর্হিপ্রকাশ ঘটান। জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ১৪ নভেম্বর সংবাদ সম্মেলন করে জানান, ১০ নভেম্বর রাজধানী ঢাকার গুলশান থেকে নিখোঁজ হন, পরের দিন তার বড় ছেলে গুলশান থানায় নিখোঁজ জিডি করেন। পরবর্তিতে ১৩ নভেম্বর ৭ টুকরা লাশ উদ্ধার করা হয় শিল্পতি জসিম উদ্দিন মাসুমের। সেই সাথে হত্যাকারী তারই পরকীয়া প্রেমিক রুমা আক্তারকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়। আসামী নিজে হত্যা করেছে বলে তার স্বীকারোক্তি প্রদান করেন।
অন্যদিকে ১৩ নভেম্বর বন্দর উপজেলার নবীগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ম ব্রীজ্রে নিচ থেকে জবাই করা মৃতদেহ উদ্ধার করে বন্দর থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান লাশটি গুই সাপ টেনে ব্রীজের নীচ থেকে বাইরে নিয়ে আসে। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা এসে উদ্ধার করে মর্গে পাঠায়। কিন্তু এই লাশটিকে দুজন নারী নিজের ছেলে বলে দাবী করেন। তার মাঝে খানপুর কালাচান মিয়ার স্ত্রী বৃদ্ধ রহিমা বেগম নিজেরে ছেলে বলে দাবী করেন। একই সাথে সিদ্ধিরগঞ্জ এলাকার মৃত রফিজ উদ্দিন মিয়ার স্ত্রী রোজিনা বেগম নিজের ছেলের লাশ বলে দাবী করেন। এই ঘটনায় বন্দর থানার ওসি জানান, দুর্বৃত্তরা অন্য কোথায় হত্যা করে এখানে এসে ফেলে রেখে যায়। লাশটি কয়েক দিন আরে বলে ধারনা করা হচ্ছে।
একই দিনে ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকায় সানোয়ারা (৩২) নামের এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করে তারই স্বামী শফিকুল ইসলাম। এই এই ঘটনায় শফিকুলকে গ্রেপ্তার করে ফতুল্লা থানা পুলিশ। ১৩ নভেম্বর কাশিপুর হাজীপারা এলাকায় এই ঘটনা ঘটে। ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম জানান, নিহত সানোয়ার বেগম ও গ্রেপ্তাকৃত শফিকুল আপন খালাতো ভাই বোন হন। তাদের সন্তানদের নিয়ে কথা কাটাকাটি হয়, একপর্যায়ে স্বামীী শফিকুল ছুরি নিয়ে তার স্ত্রীর শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে জায়গায় সে মারা যায়।
১৩ নভেম্বর নারায়ণগঞ্জ চাষাড়ার মিশনপাড়া রিজন হসপিটাল এন্ড ল্যাব এ ভুল চিকিৎসার কারনে পারুল বেগম (৫৫) নামের এক মহিলা মারা যায়। মৃতের পরেও অক্সিজেন লাগিয়ে হসপিটাল কর্তৃপক্ষ বিল আদায় করে বলে অভিযোগ নিহতের স্বজনদের। ১১ নভেম্বর রিজন হসপিটাল এন্ড ল্যাবে ভর্তি হন পারুল বেগম। তার অপারেশন করেন ডা.আব্দুল কাইয়ুম, পরে ১৩ নভেম্বর ভুল চিকিৎসায় রোগি মারা যান বলে অভিযোগ পরিবারের। একই দিনে ১৩ নভেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় জমি সংক্রান্ত্র বিরোধের জের ধরে জাহাঙ্গীর আহম্মেদ নামের এক ব্যক্তিকে মাইরধর করে হত্যা করে বলে অভিযোগ পরিবারেরঅ। এই ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা মামলাও হয়েছে। নিহতের ভাই জসিম বলেন, আমীর ও ফয়সাল ডেকে নিয়ে আমার ভাইয়ের সাথে জায়গা সংক্রান্ত বিষয়ে কথা বলেন, পরে জানতে পারি সে সেখানে অসুস্থ অবস্থায় অজ্ঞান হয়ে আছে। এসময় তাদের দুজনকে আটক করে পুলিশে দেই। আরও তিন জন পালিয়ে যায়।
বিশ্লেষকদের মতে, বিচারপ্রার্থীকে পদে পদে ঘুষ, বিচারহীনতা, বিচারে দীর্ঘ সময় রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি ও ক্ষমতার অপব্যবহার এখন নিয়মে পরিণত হয়েছে। সরকারের উচ্চমহল থেকে রেড সিগন্যাল না এলে দলীয় অপরাধীরা গ্রেফতার হয় না। এছাড়া রাষ্ট্রকাঠামো তিনটি ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে। আইন, বিচার ও নির্বাহী বিভাগ। সরকারের দায়িত্ব রাষ্ট্রের এ তিন অঙ্গের সমন্বয় করা এবং বিভাগ তিনটিকে নিজস্ব গতিতে স্বাধীনভাবে চলতে সহযোগিতা করা। তাহলেই কেবল জননিরাপত্তা, মানবাধিকার, ন্যায়বিচার আর সুশাসন জাতিকে উপহার দেয়া সম্ভব। ক্ষমতার অপব্যবহার ও পক্ষপাতদুষ্ট আচরণ চলতে থাকলে জননিরাপত্তা, সুশাসন, ন্যায়বিচার ও মানবাধিকার বলতে আর কিছু অবশিষ্ট থাকবে না। এছাড়া অপরাধও কমানো যাবে না। সচেতন মহলের মতে অপরাধ দমন করতে হলে প্রশাসনের পাশা পাশি মানুষকে সচেতন হতে হবে।
আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নুর উদ্দিন বলেন, সামাজিকভাবে প্রতিটি ঘটনাই বিচ্ছিন্নভাবে ঘটছে। অনেক হত্যা কান্ডের ঘটনায় স্থানীয়ভাবে পাতি নেতাদের শেল্টারে আধিপত্য বিস্তার নিয়ে হত্যার ঘটনা ঘটছে। এছাড়া পরকীয়া, প্রেমঘটিত কারণে অপরাধের ঘটনা বারছে। এই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায় এড়িয়ে যেতে পারেন না। তাদেরকে তৎপর হতে হবে। সেই সাথে এই ধরনের অপরাধের প্রবণতা থেকে উদ্ধার পেতে পরিবারের অভিভাবক মহলের সচেতন হতে হবে।
এব্যাপারে কথা বলতে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোনকল রিসিভ করেননি।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ হলো জনবহুল এরিয়া। এখানে বিভিন্ন জেলার মানুষ বসবাস করে। তাছাড়া যে সকল ঘটনা হত্যার ঘটনায় হয়েছে, সেসবে সম্পৃক্ত আসামীদের ২৪ ঘন্টায় গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে, এতে করে অপরাধীরাও গ্রেপ্তার হয়েছে।
- প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত
- পতনের অপেক্ষায় ওসমান দোসররা
- উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন
- প্রশাসনের নীরবতায় ফুটপাত-সড়ক দখলে হকাররা
- বিষন্ন হাতেম, তদন্ত শুরু করেছে গোয়েন্দারা
- শেষ মুহূর্তের প্রচারণায় জমজমাট না.গঞ্জ ক্লাব নির্বাচন
- ‘মাথা চলে গেছে কিন্তু লেজ রয়ে গেছে’
- শীঘ্রই সরিয়ে নেওয়া হচ্ছে না.গঞ্জ রাইফেল ক্লাব
- বিশেষ স্থানে আদর-যত্নে দিন কাটাচ্ছেন ওবায়দুল কাদের
- রূপগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ফতুল্লা থানা বিএনপির বিজয় র্যালী
- আশার নেতৃত্বে বিজয় র্যালি
- সাবেক সংসদ সদস্য ও নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম মারা গেছেন
- বিনম্র শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ
- বিজয় স্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষে সংঘর্ষ
- জাতীয় ঐকমত্য কমিশন গঠনের কথা জানালেন ড. ইউনূস
- বিজয় দিবসে দেখা নেই দাপুটে নেতাদের
- বিসিকে হাতেম গ্রুপের লঙ্কাকাণ্ড
- তারেক রহমানের নেতৃত্বে রাজপথের সকল ষড়যন্ত্র প্রতিহত করবো : রোজেল
- আজ মহান বিজয় দিবস
- এবার আন্তর্জাতিক ক্রিকেটেও নিষিদ্ধ সাকিবের বোলিং
- আলীরটেক-বক্তাবলীতে আলু চাষে ব্যস্ত কৃষকরা
- ছাত্র জনতার আকাঙ্খা পূরণ করতে পারলেই আমরা সার্থক হবো: ডিসি
- শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান যেন দলীয়করণ না হয়: গিয়াসউদ্দিন
- না.গঞ্জ ক্লাব নির্বাচন
আনন্দমুখর পরিবেশে ভোট চাইছেন প্রার্থীরা - পদে বহাল থাকতে ঝুট ব্যবসায়ী হাতেমের নানা পায়তারা
- প্রেসক্রিপশনে সভাপতি হয়েই দোসর হাতেমের স্ট্যান্টবাজি শুরু
- এবার ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করেছে সুইজারল্যান্ড
- গুম তদন্ত কমিশনের র্যাব বিলুপ্তির সুপারিশ
- এই সরকার সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা
- বিসিকে হাতেম গ্রুপের লঙ্কাকাণ্ড
- নিজেকে বাঁচাতে সমন্বয়কদের পেছনে ছুটছেন হাতেম
- বিশেষ স্থানে আদর-যত্নে দিন কাটাচ্ছেন ওবায়দুল কাদের
- চতুর্মুখী চাপে ঝুট ব্যবসায়ী হাতেম
- হাতেমের ভূমিদস্যুতায় ম্যানেজার হাসান কোটি কোটি টাকার মালিক
- ‘পালাবো না’ বলা নেতারাই এখন পলাতক
- পদে বহাল থাকতে ঝুট ব্যবসায়ী হাতেমের নানা পায়তারা
- ওসমানদের কালো থাবা থেকে মুক্ত হচ্ছে না.গঞ্জ ক্লাব
- সাবেক সংসদ সদস্য ও নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম মারা গেছেন
- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল বহিষ্কার
- বিজয় দিবসে দেখা নেই দাপুটে নেতাদের
- ফতুল্লা থানা বিএনপির বিজয় র্যালী
- না.গঞ্জ ক্লাব নির্বাচন
আনন্দমুখর পরিবেশে ভোট চাইছেন প্রার্থীরা - আশার নেতৃত্বে বিজয় র্যালি
- বিজয় স্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষে সংঘর্ষ
- প্রেসক্রিপশনে সভাপতি হয়েই দোসর হাতেমের স্ট্যান্টবাজি শুরু
- জাতীয় ঐকমত্য কমিশন গঠনের কথা জানালেন ড. ইউনূস
- আজ মহান বিজয় দিবস
- ফতুল্লা থেকে অপহৃত দুই শিশুকে বরিশাল থেকে উদ্ধার
- গুম তদন্ত কমিশনের র্যাব বিলুপ্তির সুপারিশ
- দাপট কমেনি মৌমিতার
- পপুলারে পজেটিভ খানপুরে নেগেটিভ
- লিংক রোডে লক্ষাধিক মানুষের ভোগান্তির নেপথ্যে এবিসি স্কুল
- শিবুমার্কেট-হাজীগঞ্জ সড়কের বেহাল দশা
- মশা আছে, মশা কামড়াবেই
- নারায়ণগঞ্জ টু পোস্তগোলা সড়কটির বেহাল দশা
- নাক চেপে চলতে হয় শামসুজ্জোহা সড়কে (ভিডিওসহ)
- সড়ক দখলে বাস মালিকদের নৈরাজ্য, দূর্ভোগ নগরবাসীর
- অব্যবস্থাপনায় ফেরিই গলার কাঁটা (ভিডিও)
- নগরীর পাবলিক টয়লেটগুলোর বেহাল দশা, স্বাস্থ্য ঝুঁকি
- একযুগেও সংস্কার হয়নি দক্ষিণ সস্তাপুরের সড়কটি, জনদূর্ভোগ চরমে
- নবীগঞ্জ ফেরিঘাটে চরম স্বেচ্ছাচারিতা
- নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের বেহাল অবস্থা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা
- কেওঢালা-অলিপুরা রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে
- ময়লার স্তূপের দুর্গন্ধ, বিপাকে শিক্ষার্থীসহ এলাকাবাসী