মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

গর্ত থেকে বের হলেন না আওয়ামী লীগ নেতারা

এম মাহমুদ :

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪  

গতকাল ছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ তিন মাস পর ১০ নভেম্বর শহিদ নূর হোসেনের স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি। আর এই কর্মসূচিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামীলীগ নেতারা উত্তপ্ত করে তুললেও প্রকাশ্যে তা করতে পারেনি। কিন্তু নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতারা প্রকাশ্যে দূর থাক সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই কর্মসূচিকে ঘিরে কোন প্রকার আলোচনা সমালোচনা বা নেতাকর্মীদের উদ্দেশ্যে কোন প্রকার দিক নির্দেশনা মূলক বার্তা দেয়নি।

 

সূত্র বলছে, ৫ আগস্টে আওয়ামীলীগ সরকার ক্ষমতাচ্যুত হলে দীর্ঘ তিন মাস পর নেতাকর্মীদের কর্মসূচি পালনে ডাক দেন। আর সেই কর্মসূচি পালনে কোন প্রকার কর্ণপাত করেনি জেলা ও মহানগর আওয়ামীলীগ নেতারা। কেননা এই কর্মসূচিকে ঘিরে ছিল না তাদের কোন বার্তা কর্মীদের উদ্দেশ্যে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আওয়ামীলীগ নেতা বলেন, এখনও জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতারা লাপাত্তা। নেতাকর্মীদের খোঁজ খবর বা তাদের সুযোগ সুবিধা দায়ভার নেয়ার ভয়ে যোগাযোগের কোন মাধ্যম ব্যবহার করছে না। উল্টো এখনও গাঁ ডাকায় তারা। দল ক্ষমতায় থাকতেও ছিল তাদের এই মনোভাব দল ক্ষমতাচ্যুত হওয়ার পরও তাদের সেই মনোভাব এখনও দূর হয়নি। 

 

কেননা দল থেকে প্রথম বার একটি কর্মসূচি দেয়া হল তাদের নেতৃত্বে অংশগ্রহণ না করতে না পারলেও আমাদের দিক নির্দেশনা দেয়াটাও প্রত্যাশা করেছিলাম। এদিকে কর্মসূচি দেয়ার পর থেকেই গুলিস্থান জিরো পয়েন্ট নুর হোসেন চত্ত্বরে ছিল থমথমে পরিবেশ। গতাকাল দুপুর ৩টার দিকে প্রেসক্লাব থেকে ঘুটি কয়েক আওয়ামীলীগ নেতারা গুলিস্থান জিরো পয়েন্ট নূর হোসেন চত্ত্বরের বিক্ষোভ মিছিল নিয়ে আসতে গেলে পথিমধ্যেই সংঘর্ষ শুরু হলে পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল নিয়ন্ত্রণে নেন। কিন্তু এই বিক্ষোভ মিছিল কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের কোন নেতাকর্মীকে পালন করতে বা অংশগ্রহণ করতে দেখা যায়নি। 

এই বিভাগের আরো খবর