রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

গলফ খেলায় ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৪ মে ২০২০  

করোনাভাইরাসের সংক্রমণের কারণে জরুরী অবস্থার মধ্যেই গলফ খেলতে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রাম্প ওয়াশিংটনের শহরতলীতে অবস্থিত গলফ ক্লাবে যান।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাভাবিক পরিস্থিতি  দেখাতে ট্রাম্প ওয়াশিংটনের শহরতলীতে অবস্থিত গলফ ক্লাবে যান। ট্রাম্প গাড়িবহর নিয়ে হোয়াইট হাউজ থেকে গলফ ক্লাবে যান। গলফ ক্লাবে ট্রাম্পকে সাদা একটি ক্যাপ এবং পোলো টি শার্ট পরা অবস্থায় দেখা গেছে। জরুরি অবস্থা জারি হওয়ার পর এই প্রথম গলফ খেলতে গেলেন ট্রাম্প।  

 

এর আগে গত ৮ মার্চ ফ্লোরিডায় নিজের গলফ ক্লাবে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর মার্চের ১৩ তারিখে করোনা ভাইরাসের প্রকোপের কারণে যুক্তরাষ্ট্র জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়।


ওয়ার্লওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৬৬ হাজার ৮২৮ জন। মারা গেছেন ৯৮ হাজার ৬৮৩ জন।

 

এই বিভাগের আরো খবর