মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

‘গাড়ি থেকে নেমে আমাদের সাথে ১৫ মিনিট কাজ করবেন’

সৈয়দ রিফাত

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৪  

 

 

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের উত্তর চাষাঢ়ায় তীব্র যানজটের কারণে রাস্তা ছেড়ে ফুটপাত দিয়ে যেতে চেয়েছিলেন ৫৫ বছর বয়সী হামিদ মিয়া। কিন্তু নিয়ম ভঙ্গ করায় হামিদ মিয়া ও তার মোটরসাইকেল আটকে রাখেন সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা। শনিবার (১০ আগস্ট) নগরীর উত্তর চাষাঢ়া এলাকায় এই ঘটনা ঘটে।

 

এ সময় নিয়ম ভঙ্গ করা ওই মোটরসাইকেল চালককে উদ্দেশ্য করে সড়কে দায়িত্বে থাকা শিক্ষার্থীদের বলতে শোনা যায়, আপনি একজন বুঝের মানুষ হয়ে কিভাবে ফুটপাতে উঠতে যাচ্ছিলেন? এই ব্যবহার কি আপনার সাথে যায়? আপনাদের জন্যই সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার কোন উন্নতি হয় না। আপনারা দেখছেন আমরা দিনের পর দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নারায়ণগঞ্জ শহরের ট্রাফিক ব্যবস্থা সচল রাখার চেষ্টা করছি। আর আপনাদের মতো কিছু লোক এসে আমাদের আশার গুড়ে বালি দিয়ে দিচ্ছেন। কেনো করলেন নিয়ম ভঙ্গ? এখন গাড়ি থেকে নেমে আমাদের সাথে আপনাকে ১৫ মিনিট কাজ করতে হবে।

 

পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করে ওই শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিয়ম ভঙ্গ করা হামিদ মিয়া বলেন, আমার ভুল হয়ে গেছে। আর কখনো এমনটা করবো না। এবারের মতো আমাকে ছেড়ে দাও। আমার আর্জেন্ট কিছু কাজ থাকার কারণে ফুটপাতে উঠতে চেয়েছিলাম। যাতে করে তারাতারি পৌছে যেতে পারি। কারণ সড়কে যে পরিমাণ যানজট লেগে আছে সেটা টপকে যেতে হলে আমার অনেক দেড়ি হয়ে যাবে। তাই এমনটা করেছি।

 

জবাবে শিক্ষার্থীরা বলেন, ঠিকাছে এবারের মতোন ছেড়ে দিচ্ছি। ভবিষ্যতে আর কখনো এমনটা করবেন না। আপনি আমি আমরা সবাইকে সচেতন হতে হবে। আপনার যতো ইর্মাজেন্সিই থাক না কেনো আপনি আইন ভঙ্গ করতে পারেন না।

 

এই বিভাগের আরো খবর