রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

গ্যাস সংকটে বেড়েছে এলপিজির দাম

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩  

 


বর্তমানে নগরীর বিভিন্ন জায়গায় এলাকার বাসাবাড়িগুলোতে গ্যাস সংকট এখন  নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে।  গত কয়েকমাসে এ সমস্যা আরো তিব্র আকার ধারন করেছে শহরের প্রত্যেকটি মহল্লায়। তাই এ গ্যাস সংকটের পরোয়া না করে এখন অনেক বাসাবাড়িতেই দেখা মিলছে এলপিজি  গ্যাসের কদর। নগরীর কিছু  দোকান ঘুরে দেখা যায় ১২ কেজি সিলেন্ডারের দাম প্রায় ৮৭ টাকা করে বেড়েছে।

 


নিতাইগঞ্জে সিলেন্ডার ব্যবসায়ী  রবিন জানান, গত মাসে এই পেট্রোলিয়াম গ্যাস বিক্রি করেছি  ১৩৭০ টাকা করে আর এখন ১৪০০ টাকা করে বিক্রি করছি। তবে আগেএলপিজি গ্যাসের চাহিদা এতো ছিল না, বর্তমানে এর ব্যবহার অনেক বেড়েছে। এছাড়া গ্রাম পর্যায়েও অনেকেই এলপিজির উপর নির্ভরশীল। আর পাইকারিতে দাম বাড়লেই আমাদেরও  খুচরা ব্যবসায়ীদের দাম বাড়াতে হয়।  

 


এ বিষয়ে এলপি গ্যাস ব্যবসায়ী রাসেল শেখ এর সাথে কথা বলে জানা যায়, এক মাসের মধ্যে এলপি গ্যাসের দাম ৮০ থেকে ৮৫ টাকা বেড়েছে। আমাদেরও বেশি দাম দিয়ে এই সিলিন্ডার কিনে আনতে হয়, আর এখন পাইকার বাজারেও এর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।

 


রাতে যে পরিমাণ টিম টিম গ্যাস থাকে দিনে তার একটুও থাকেনা। এই গ্যাস না থাকার কারনে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে বলে অনেক ক্রেতারাই জানাচ্ছেন। ফরিদা নামে এক ক্রেতা যুগের চিন্তাকে বলেন, মাসের পর মাস গ্যাসের যে সংকট চলছে লারকি চুলা আর কতদিন ব্যবহার করবো, সিলেন্ডার না কিনেও কোনো উপায় দেখছিনা।

 

 

কুপির মতো জ¦লে থাকা গ্যাসে কি আর রান্না হয়। তাই বাধ্য হয়ে এখন এলপিজি গ্যাসের উপর ভরসা করে চলা ছাড়া উপায় নেই। দিনে গ্যাস পাওয়াটা তো এখন স্বপ্নের মতো। রাত ১২ টার পর যা আসে ভোর হতে না হতেই তা আবার চলে যায়, দিনে তার এক পরিমানও পাই না। বাধ্য হয়ে এখন আমাদের চড়া দামেই এলপিজি কিনতে হচ্ছে। একেক দোকানে একেক দামে বিক্রি হয় এরপিজি গ্যাস। তবে সরকার প্রতি মাসে এলপিজির দাম নির্ধারন করলেও নির্ধারিত দামে কেউ বিক্রি করছেনা বলে অভিযোগ করেন তিনি।  

এই বিভাগের আরো খবর